Ajker Patrika

ডকুমেন্ট তৈরির ধরন বদলে দেবে কোপাইলট

গোলাম ওয়াদুদ, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২: ১৯
ডকুমেন্ট তৈরির ধরন বদলে দেবে কোপাইলট

গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ ওপেনএআইয়ের এআই চ্যাটবট যুক্ত করে মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় এবার ‘মাইক্রোসফট ৩৬৫’ এর এপ্লিকেশনগুলোতে এআইভিত্তিক ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা কয়েক দিন আগে জানিয়েছেন, এই টুল কম্পিউটারে সফটওয়্যার ব্যবহার বা ডকুমেন্ট তৈরির ধরন চিরতরে বদলে দেবে। একই সঙ্গে বাড়াবে কাজের দক্ষতাও। চ্যাটবট রূপে ডিজিটাল সঙ্গী হিসেবে তো এটা থাকবেই, আবার মাইক্রোসফট ৩৬৫-এর অন্তর্ভুক্ত সব অ্যাপেরও সাহায্যকারী হিসেবে কাজ করবে টুলটি।

মাইক্রোসফট ৩৬৫ ‘কোপাইলট’ আপনার ই-মেইল, নথি, মিটিং এবং নতুন বিজনেস চ্যাট পরিষেবার পাশাপাশি কাজ করে। এটাকে পুরোনো প্রজন্মের ক্লিপি হিসেবে কল্পনা করা যায়, আবার পরবর্তী প্রজন্মের এআইয়ের সঙ্গেও রয়েছে মিল। মাইক্রোসফট জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ ‘কোপাইলট’ সিস্টেম তিনটি প্রযুক্তিকে একত্র করবে।

প্রথমত, এটা অফিস অ্যাপস যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ার পয়েন্ট ও টিমে কাজ করার সময় সহযোগিতা করবে। উদাহরণ হিসেবে বলা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে লেখা সম্পাদনার সময় ১০ ধরনের বৈচিত্র্যপূর্ণ লেখা দেখাবে কোপাইলট। সময়ের সঙ্গে সঙ্গে এই টুল আরও শক্তিশালী হবে।

দ্বিতীয়ত, মাইক্রোসফট গ্রাফ এবং এতে প্রতিষ্ঠানের সব বিষয়বস্তু তুলে ধরতে কাজ করবে। তৃতীয়, জিপিটি-৪ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বোঝে এবং পাঠযোগ্য করে তোলে।

এই টুল ব্যবহারকারীর কমান্ডের ওপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে ডেটা সংগ্রহ করে নানা ধরনের কাজ করতে সক্ষম। প্রাথমিকভাবে কোপাইলট টুলটি প্রায় ২০টি প্রতিষ্ঠান পরীক্ষা করবে। মাইক্রোসফটের তথ্য অনুসারে, এটি ব্যবহারকারীদের বিভিন্ন পরামর্শ দিয়ে দ্রুত কনটেন্ট তৈরি করতে সাহায্য করবে, যা তাদের অনেক সময় বাঁচাবে।

কোপাইলট ব্যবহার করবেন যেভাবে
মাইক্রোসফট ৩৬৫ এর সব অ্যাপে চ্যাটবটের সঙ্গে ইন্টার‍্যাক্ট করতে পারবে। কাজের শুরুতে প্রথমে একটি প্রম্পট লিখতে হবে। এরপর কোপাইলটস্বয়ংক্রিয়ভাবে নথি বা কমান্ডের ওপর নির্ভর করে একটি প্রতিক্রিয়া তৈরি করবে। উদাহরণস্বরূপ,

মাইক্রোসফট ওয়ার্ড: কোপাইলট একটি প্রম্পটের ভিত্তিতে খসড়া তৈরি করতে পারে। এটি নথিকে পেশাদার বা নৈমিত্তিক শব্দে পরিবর্তন করতে পারে। 

মাইক্রোসফট এক্সেল: কোপাইলট প্রাকৃতিক ভাষার প্রম্পটগুলোর সঙ্গে কাজ করতে পারে, যা আগে জটিল সূত্রের প্রয়োজন ছিল। স্প্রেডশিট পরিবর্তন না করেই বিভিন্ন ভিজুয়ালাইজেশন, অনুমান দেখাতে এবং সুপারিশ দিতে কমান্ড করলেই তা করে দেবে কোপাইলট। এ ছাড়া আউটলুক, পাওয়ার পয়েন্ট ও টিমে কাজ 
করার সময়ও সহযোগিতা করবে এই টুল।

মাইক্রোসফট জানিয়েছে, এখন যে কেউ সাধারণ টেক্সট কমান্ডের মাধ্যমেই এই স্প্রেডশিট সফটওয়্যারের গাণিতিক বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার দেওয়া সাধারণ টেক্সট নির্দেশের ওপর নির্ভর করে কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার জন্য যেকোনো ধরনের গাণিতিক সমস্যা সমাধান করে দিতে পারবে।

যেগুলো করার জন্য আগে হয়তো প্রশিক্ষিত বিশ্লেষকের প্রয়োজন হতো। গুগলের লাইভ নোট ফিচারের মতো, মাইক্রোসফটের কোপাইলটও ভার্চ্যুয়াল মিটিং চলাকালীন মিটিংয়ের রিয়েল-টাইম সারাংশ সরবরাহ করতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী দিনে শুধু কনটেন্ট লেখা নয়, ছবি ও ভিডিও তৈরির কাজও করবে কোপাইলট। আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে কোপাইলট ব্যবহার করতে পারছেন। আগামী কয়েক মাসের মধ্যে সবার জন্য টুলটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।

তথ্যসূত্র: অফিশিয়াল মাইক্রোসফট ব্লগ, মেক ইউজ অব ডট কম, ডেটা ইকোনমি ডট কম, দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত