Ajker Patrika

ইউটিউব ভিডিওর কনটেন্ট নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেবে গুগল বার্ড

ইউটিউব ভিডিওর কনটেন্ট নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেবে গুগল বার্ড

এখন থেকে ইউটিউব ভিডিওর কনটেন্ট নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেবে গুগলের চ্যাটবট বার্ড। গত সেপ্টেম্বরে আনা বার্ড এক্সটেনশন ইউটিউব ভিডিওগুলো বিশ্লেষণ করতে পারত। তবে সেটা ততোটা গভীর নয়। নতুন আপডেট ইউটিউবের কনটেন্ট গভীর বিশ্লেষণ করে ভিডিও নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ ইউটিউব ভিডিওগুলোর ভেতরে কি আছে তা বোঝার ক্ষমতা বার্ডকে দেওয়া হয়েছে।

বার্ডের আপডেট পেজে কোম্পানি বলেছে, এই আপডেটের মাধ্যমে প্রথমবারের মত বার্ডকে ইউটিউবের ভিডিওগুলো বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন–আপনি যদি অলিভ অয়েল কেক তৈরি করতে চান তাহলে গুগল বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন এটি বানাতে কয়টি ডিম লাগবে। তবে এর চেয়েও গভীর তথ্যের জন্য বার্ডের নতুন আপডেট নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে ভিডিও নিয়ে বার্ডের সঙ্গে আরও উন্নত মানের আলাপ আলোচনা করা সম্ভব।

এই আপডেটের আগে শুধু নির্দিষ্ট ধরনের ভিডিও খুঁজে দিতে পারত ইউটিউবের বার্ড এক্সটেনশন। যেমন: বার্ডকে কমেডি ভিডিও খুঁজে দিতে বললে তার তালিকা দিত চ্যাটবট। এখন ভিডিওয়ের নির্দিষ্ট বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে বার্ড। ধরুন আপনি যদি কোনো ভ্রমণ বিষয়ক ভিডিও দেখেন, তখন ভিডিওতে দেখানো জায়গা কোথায় অবস্থিত তা বার্ডকে জিজ্ঞেস করতে পারবেন।

ইউটিউবে নতুন জেনারেটিভ টুল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু হওয়ার দুই সপ্তাহ পরেই এই আপডেটের ঘোষণা দিল গুগল। কনভারসেশনাল এআই টুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে কাজ করে। ওয়েব ও ইউটিউবের মাধ্যমে মডেলটি নতুন তথ্য সংগ্রহ করে। গ্রাহকেরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে এআইকে প্রশ্নও করতে পারবে। এজন্য ভিডিও বন্ধ করতে হবে না। আর কমেন্ট সামারাইজার টুলের মাধ্যমে ইউটিউব ভিডিওয়ের কমেন্টগুলোর একটি সারাংশ তৈরি করে দেবে এআই।

বেশির ভাগ দেশের কিশোর কিশোরীদের জন্য কিছুদিন আগে গুগলের বার্ড ব্যবহারের সুবিধা দিয়েছে গুগল। কোম্পানিটি এক ব্লগ পোস্টে বলেন, টুলগুলো মাধ্যমে কিশোর কিশোরীরা নতুন শখ আবিষ্কার করতে পারবে। সেই সঙ্গে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানেও সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত