এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে।
মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।
‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে।
মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।
‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৯ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১৪ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১৮ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৯ ঘণ্টা আগে