Ajker Patrika

১ মাস পরে আবারও চালু হলো হাবল স্পেস টেলিস্কোপ

১ মাস পরে আবারও চালু হলো হাবল স্পেস টেলিস্কোপ

এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে। 

মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।

‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত