Ajker Patrika

স্যামসাংয়ের প্রধানকে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া

প্রযুক্তি ডেস্ক
স্যামসাংয়ের প্রধানকে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া

প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর প্রধান লি জে ইয়ং কে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতীয় ও অর্থনৈতিক স্বার্থে এই মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়া এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আড়াই বছরের সাজা হয়েছিল লির। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি থেকে তিনি বন্দী ছিলেন। এ সাজার মধ্যে ২০৭ দিনের মাথায় তিনি মুক্তি পেলেন। 

লির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার দু’টি অলাভজন প্রতিষ্ঠানকে ৩৭৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও ছিল। এই দু’টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর ঘনিষ্ঠ মিত্র চৌ সুন সিল। 

মুক্তির পর কারাগারের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লি জে ইয়ং। ইয়ং বলেন, ‘জনগণের জন্য আমি অনেক উদ্বেগের জন্ম দিয়েছি। এ জন্য আমি ক্ষমা চাই। আমি সেসব উদ্বেগের বিষয়ে অবগত আছি। আমার প্রতি সবার সমালোচনা এবং প্রত্যাশাও জানি। ভবিষ্যতে সকল প্রত্যাশা পূরণে আমি কঠোর পরিশ্রম করব।’ 

লি জে ইয়ং আনুষ্ঠানিকভাবে না হলেও ২০১৪ সাল থেকে স্যামসাংয়ের প্রধান হিসেবে রয়েছেন। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি ইয়ং চুপের নাতি। 

দক্ষিণ কোরিয়ার অনেকের মতে, লি এ মহামারিতে সেমি-কন্ডাক্টর এবং টিকা নিয়ে দেশের জন্য অবদান রাখবেন। লিকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক বাজারে করোনা মহামারির প্রভাব দেখে লিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

জামায়াত-এনসিপির পথে হঠাৎ যেন ভিন্ন বাঁক

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত