Ajker Patrika

গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হবে বার্ডের প্রযুক্তি 

প্রযুক্তি ডেস্ক
গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হবে বার্ডের প্রযুক্তি 

গত কয়েক মাসে প্রযুক্তি জায়ান্টগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নামিয়ে দেওয়ার অন্যতম কৃতিত্ব চ্যাটজিপিটির। গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট যুক্ত করে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিয়ে আসে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’। বর্তমানে আলাদাভাবে ব্যবহার করতে হলেও ভবিষ্যতে বিংয়ের মতোই সার্চ ইঞ্জিনে চ্যাটবটটি যুক্ত করবে গুগল। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক ইন্টারভিউতে এই তথ্য জানান গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) এর মাধ্যমে তৈরি করা হয়েছে বার্ড চ্যাটবট। নতুন এই সিদ্ধান্তের ফলে মূলত এলএএমডিএ প্রযুক্তি গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করা হবে। 

এই প্রযুক্তি যুক্তের ফলে গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর জানা যাবে। এ ছাড়, ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখা যাবে। তবে সার্চ ইঞ্জিনে কবে বার্ডের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত হবে সে বিষয়ে কিছুই জানাননি পিচাই। 

এদিকে চালুর পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি জনপ্রিয়তা না পাওয়ায় শিগগিরই বার্ডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার কথা জানিয়েছেন পিচাই। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা না পাওয়ায় ভবিষ্যতে চ্যাটবটটিতে ‘পিএএলএম’ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পিচাই। 

সুন্দর পিচাই বলেন, ‘আমাদের কাছে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। শিগগিরই পিএএলএম ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বার্ড চ্যাটবটে। ফলে কোডিং বা গাণিতিক বিভিন্ন প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে সক্ষম হবে বার্ড।’ 

২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও এই চ্যাটবটের সুবিধা আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত