প্রযুক্তি ডেস্ক
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগে