Ajker Patrika

আইফোনে লাইভ ওয়ালপেপার সেট করবেন যেভাবে

আইফোনে লাইভ ওয়ালপেপার সেট করবেন যেভাবে

স্মার্টফোনপ্রেমীরা তাদের ডিভাইসকে আকর্ষণীয় করতে বিভিন্ন ফিচার ব্যবহার করেন। এর মধ্যে রয়েছে ডিভাইসের ওয়ালপেপার। ফোনের ওয়ালপেপার ও ব্যাকগ্রাউন্ডে মানুষের রুচিরও কিছুটা বহিঃপ্রকাশ ঘটে। তাই অনেকেই ডিফল্ট ওয়ালপেপার পরিবর্তন করে থাকে। ওয়ালপেপারের পাশাপাশি লাইভ ওয়ালপেপার সেট করা যায় আইফোনে। 

যে কোনো ভিডিও বা লাইভ ছবি আইফোনের ওয়ালপেপার হিসেবে ব্যবহার করা যায়। অনেকেই সাধারণ ওয়ালপেপার আইফোনে সেট করতে পারলেও লাইভ ওয়ালপেপার সেট করতে পারেন না। তাই কীভাবে এই ধরনের ওয়ালপেপার সেট করবেন তা তুলে ধরা হলো—

যেভাবে লাইভ ওয়ালপেপার সেট করবেন 
১. আইফোনের সেটিংসে যান। 
২. ওয়ালপেপার অপশনটি খুঁজে বের করুন এবং সেটি নির্বাচন করুন। 
৩. এরপর ‘নিউ ওয়ালপেপার’ অপশনটিতে ট্যাপ করুন। 
৪. ডান পাশের ‘লাইভ’ বাটনটিতে ট্যাপ করুন। 
৫. এরপর ডিভাইসে স্ক্রিনে বিভিন্ন লাইভ ওয়ালপেপার দেখা যাবে। সেখান থেকে একটি পছন্দমতো লাইভ ওয়ালপেপার নির্বাচন করতে পারেন বা নিজের পছন্দ মতো লাইভ ছবি দিয়ে লাইভ ওয়ালপেপার তৈরি করতে পারবেন। 

নিজস্ব লাইভ ওয়ালপেপার তৈরির জন্য নিচের দিকে স্ক্রল করতে থাকুন এবং লাইভ ফটো অ্যালবামটি খুঁজে বের করুন। সেখান থেকে একটি লাইভ ছবি নির্বাচন করুন। 

আর ডিভাইসের গ্যালারি থেকে কোনো ভিডিও লাইভ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। যেমন: ‘ইন্টুলাইভ’ এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এটি যে কোনো ভিডিওকে ৫ সেকেন্ডের লাইভ ওয়ালপেপার বানিয়ে দিতে পারবে। অ্যাপের মাধ্যমে ভিডিও এডিট করার পর সেটিংস থেকে একে লাইভ ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। 

তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত