Ajker Patrika

ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস ব্যবহারে সতর্কতা জারি করেছে জার্মানি 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮: ২৮
ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস ব্যবহারে সতর্কতা জারি করেছে জার্মানি 

রাশিয়ার ক্যাসপারস্কির অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করা নিয়ে সতর্কতা জারি করেছে জার্মানির সাইবার-নিরাপত্তা কর্তৃপক্ষ। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি (বিএসআই) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান তথ্যপ্রযুক্তি ব্যবসার মাধ্যমে গুপ্তচরবৃত্তি করার আশঙ্কা করেছে বিএসআই। তাই সাইবার-আক্রমণের শঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি। 

তবে ক্যাসপারস্কি বিবিসি নিউজকে জানিয়েছে, জার্মানির এই সতর্কবার্তা সম্পূর্ণ রাজনৈতিক ভিত্তিতে জারি করা হয়েছে। কারণ ক্যাসপারস্কির সঙ্গে রাশিয়ান সরকারের কোনো সম্পর্ক নেই। 

বিএসআই ক্যাসপারস্কির পণ্যগুলো নিয়ে কোনো অভিযোগ না করলেও সংস্থাটি বলেছে যে ইউক্রেনের সংঘাত এবং ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং জার্মানির বিরুদ্ধে রাশিয়ার হুমকি সাইবার-হামলার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। তারা বলছে, একটি রাশিয়ান আইটি পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান এই সাইবার অপারেশন চালাতে পারে। তা ছাড়াও প্রতিষ্ঠানটির গ্রাহকেরা গুপ্তচরবৃত্তির শিকার হতে পারে। 

আর তাই ক্যাসপারস্কি অ্যান্টি-ভাইরাস ব্যবহারে সতর্কতা জারি করেছে জার্মানির বিএসআই। 

২০১৭ সালে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরকারি কাজে ক্যাসপারস্কি সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করেছিলেন। 

ওই একই বছর, যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার তাদের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সিস্টেমের জন্য ক্যাসপারস্কি পণ্য ব্যবহারের বিরুদ্ধে করার বিরুদ্ধে সতর্কতা জারি করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত