ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে