অনলাইন ডেস্ক
ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
ক্রোম ব্রাউজারে বিষয় অনুযায়ী ট্যাবগুলো নির্দিষ্ট গ্রুপে সাজানোর সুবিধা দিয়েছে গুগল। ট্যাবগুলোকে গুছিয়ে রাখতে এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। এবার এক পলকে গ্রুপ ট্যাবগুলোকে চিহ্নিত করতে বিভিন্ন রং যুক্ত করার সুবিধা নিয়ে আসবে গুগল। ফলে বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে পার্থক্য সহজে নিরূপণ করা যাবে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে @LeoPeva64 অ্যাকাউন্ট থেকে গুগল ক্রোমের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস করা হয়। এই অ্যাকাউন্টেই বলা হয় গুগল ট্যাবগুলোকে আলাদা করতে এগুলোতে নিদির্ষ্ট রঙ যুক্ত করার সুবিধা দেওয়া হবে। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুত ট্যাবগ্রুপগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এই অ্যাকাউন্টে ফিচারটি নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওয়ের মাধ্যমে জানা যায়,৯টি রঙের মধ্যে পছন্দের রঙ বাছাই করতে পারবে ব্যবহারকারীরা। ট্যাবগ্রুপের জন্য কোনো রঙ নির্বাচন করলে সেই রঙের একটি মোটা ডট (একটি বৃত্ত) ট্যাব গ্রুপের বাম পাশের কোনায় দেখা যাবে।
বর্তমারে ফিচারটি অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলে দেখা যাচ্ছে। চূড়ান্তভাবে উন্মোচনের আগে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে অ্যাপের নতুন সংস্করণ ক্যানারিতে যুক্ত করা হয়। তবে ফিচারটি ওয়েব সংস্করণে আসবে নাকি তা স্পষ্ট নয়। এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার কারণ কোনো ট্যাব গ্রুপের নাম পড়ার আগেই রঙ চিনে দ্রুত ট্যাবগুলো খোলা যাবে।
গত জানুয়ারিতে ক্রোমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তিনটি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। এআইভিত্তিক ফিচারগুলো ট্যাব সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে, কাস্টমাইজড থিম তৈরি করতে ও ওয়েবসাইটে লেখার ক্ষেত্রে সাহায্য করবে এসব ফিচার সাহায্য করবে। ব্রাউজারের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ও ম্যানুয়াল কমান্ড বা নির্দেশনা ছাড়াই অনেকগুলো ট্যাব চালু করতে এআইভিত্তিক ‘ট্যাব অর্গানাইজার’ গ্রাহকদের সাহায্য করবে। ‘কাস্টমাইজ ক্রোম’ ফিচার ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন নতুন ওয়ালপেপার তৈরি করার সুবিধাও যুক্ত করবে গুগল।
তথ্যসূত্র: স্যামমোবাইল
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল এবং অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
২৬ মিনিট আগেহোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
২ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৮ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগে