প্রযুক্তি ডেস্ক
গুগলের কর্মী হতে পারা অনেকের স্বপ্ন। এই মার্কিন প্রযুক্তি জায়ান্টের কর্মীদের বেতন নিয়েও রয়েছে নানা জল্পনাকল্পনা। কর্মীদের মোটা অঙ্কের বেতন দেওয়ার জন্য বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। এর জন্যই হয়তো গুগলে চাকরি পাওয়া সহজ নয়।
সম্প্রতি গুগল কর্মীদের বেতনের একটি স্প্রেডশিট হাতে পেয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ইনসাইডারের সংবাদকর্মী রোজালি চ্যান, ম্যাডিসন হফ ও হিউ ল্যাংলি। এ থেকে স্পষ্ট জানা গেল, কত পান গুগলের কর্মীরা। কর্মীদের মূল বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখলে অনেকে চোখ কপালে উঠতে পারে। কিন্তু এরপরও বহু কর্মীই মনে করেন, তাঁদের ঠকানো হচ্ছে!
২০২২ সালে কর্মীদের বার্ষিক বেতনের একটি জরিপ থেকে জানা যায়, মাত্র ৬০ শতাংশ কর্মী মনে করেন, তাঁদের বেতন ন্যায্য ও ন্যায়সংগত। যেখানে ২০২১ সালের জরিপে এ অনুপাত ছিল ৬৬ শতাংশ। অর্থাৎ গুগলের কর্মীদের বড় একটি সংখ্যাই মনে করেন, তাঁদের বেতন ন্যায্য নয়।
স্প্রেডশিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুগলের ক্লাউড সেলসে কাজ করা কোনো কর্মীর মূল বেতন ৫০ হাজার ডলার থেকে শুরু করে ৩ লাখ ২ হাজার ডলার পর্যন্ত। আর কারিগরি (টেকনিক্যাল) কাজের ক্ষেত্রে এ বেতন শুরু হয় ৪৭ হাজার ডলার থেকে এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের ন্যূনতম মূল বেতন ৬৭ হাজার ৫০৯ ডলার।
গুগলের এ সর্বনিম্ন মূল বেতন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ের কাছাকাছি। এর সঙ্গে যুক্ত হয় অন্যান্য সুযোগ–সুবিধা। গুগলের মোট বেতনের মধ্যে মূল বেতনের সঙ্গে যুক্ত হয় বোনাস ও ইকুইটি (কোম্পানির শেয়ার)।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের মানুষের সাপ্তাহিক গড় আয় ১ হাজার ১০০ ডলার, বছরে যা ৫৭ হাজার ২০০ ডলার দাঁড়ায়। ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রকৃত গড় বার্ষিক পারিবারিক আয় ৭০ হাজার ৭৮৪ ডলার।
গুগলের অনেক কর্মীই এর চেয়ে অনেক বেশি আয় করতে পারেন। ২০২২ সালে গুগল কর্মীদের গড় মোট বেতন (মূল বেতন ও অন্যান্য সুবিধা) ছিল ২ লাখ ৭৯ হাজার ৮০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৭ লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি বেতন পাওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এক বছরে ৭ লাখ ১৮ হাজার ডলার পর্যন্ত মূল বেতন পান। যদিও বেশির ভাগ জানিয়েছেন, তাঁদের মূল বেতন ১ লাখ থেকে ৩ লাখ ৭৫ হাজার ডলার। তাঁরা ৬ লাখ ৫ হাজার ডলার পর্যন্ত বোনাসও পেতে পারেন। এর অর্থ গুগলের এই পর্যায়ের কর্মীরা যুক্তরাষ্ট্রের মাত্র ১ শতাংশ শীর্ষ উপার্জনকারীদের কাতারে রয়েছেন।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, সর্বোচ্চ উপার্জনকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মোট বেতন শেয়ার, বোনাসসহ ১০ লাখ ডলারের বেশি হতে পারে। সে হিসাবে, যুক্তরাষ্ট্রের গড় আয়ের সমান উপার্জনকারী কোনো ব্যক্তির গুগলের একজন শীর্ষস্থানীয় কর্মীর এক বছরের সমান আয় করতে হলে কয়েক দশক টানা কাজ করে যেতে হবে!
ফলে এ থেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে গুগলের কর্মীরা আসলে ন্যায্য ও ন্যায়সংগত বেতন বলতে কী বোঝান!
গুগলের কর্মী হতে পারা অনেকের স্বপ্ন। এই মার্কিন প্রযুক্তি জায়ান্টের কর্মীদের বেতন নিয়েও রয়েছে নানা জল্পনাকল্পনা। কর্মীদের মোটা অঙ্কের বেতন দেওয়ার জন্য বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। এর জন্যই হয়তো গুগলে চাকরি পাওয়া সহজ নয়।
সম্প্রতি গুগল কর্মীদের বেতনের একটি স্প্রেডশিট হাতে পেয়েছেন মার্কিন সংবাদমাধ্যম ইনসাইডারের সংবাদকর্মী রোজালি চ্যান, ম্যাডিসন হফ ও হিউ ল্যাংলি। এ থেকে স্পষ্ট জানা গেল, কত পান গুগলের কর্মীরা। কর্মীদের মূল বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখলে অনেকে চোখ কপালে উঠতে পারে। কিন্তু এরপরও বহু কর্মীই মনে করেন, তাঁদের ঠকানো হচ্ছে!
২০২২ সালে কর্মীদের বার্ষিক বেতনের একটি জরিপ থেকে জানা যায়, মাত্র ৬০ শতাংশ কর্মী মনে করেন, তাঁদের বেতন ন্যায্য ও ন্যায়সংগত। যেখানে ২০২১ সালের জরিপে এ অনুপাত ছিল ৬৬ শতাংশ। অর্থাৎ গুগলের কর্মীদের বড় একটি সংখ্যাই মনে করেন, তাঁদের বেতন ন্যায্য নয়।
স্প্রেডশিটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুগলের ক্লাউড সেলসে কাজ করা কোনো কর্মীর মূল বেতন ৫০ হাজার ডলার থেকে শুরু করে ৩ লাখ ২ হাজার ডলার পর্যন্ত। আর কারিগরি (টেকনিক্যাল) কাজের ক্ষেত্রে এ বেতন শুরু হয় ৪৭ হাজার ডলার থেকে এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের ন্যূনতম মূল বেতন ৬৭ হাজার ৫০৯ ডলার।
গুগলের এ সর্বনিম্ন মূল বেতন মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ের কাছাকাছি। এর সঙ্গে যুক্ত হয় অন্যান্য সুযোগ–সুবিধা। গুগলের মোট বেতনের মধ্যে মূল বেতনের সঙ্গে যুক্ত হয় বোনাস ও ইকুইটি (কোম্পানির শেয়ার)।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের মানুষের সাপ্তাহিক গড় আয় ১ হাজার ১০০ ডলার, বছরে যা ৫৭ হাজার ২০০ ডলার দাঁড়ায়। ২০২১ সালের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের প্রকৃত গড় বার্ষিক পারিবারিক আয় ৭০ হাজার ৭৮৪ ডলার।
গুগলের অনেক কর্মীই এর চেয়ে অনেক বেশি আয় করতে পারেন। ২০২২ সালে গুগল কর্মীদের গড় মোট বেতন (মূল বেতন ও অন্যান্য সুবিধা) ছিল ২ লাখ ৭৯ হাজার ৮০২ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৭ লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি বেতন পাওয়া সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এক বছরে ৭ লাখ ১৮ হাজার ডলার পর্যন্ত মূল বেতন পান। যদিও বেশির ভাগ জানিয়েছেন, তাঁদের মূল বেতন ১ লাখ থেকে ৩ লাখ ৭৫ হাজার ডলার। তাঁরা ৬ লাখ ৫ হাজার ডলার পর্যন্ত বোনাসও পেতে পারেন। এর অর্থ গুগলের এই পর্যায়ের কর্মীরা যুক্তরাষ্ট্রের মাত্র ১ শতাংশ শীর্ষ উপার্জনকারীদের কাতারে রয়েছেন।
ফাঁস হওয়া তথ্য অনুসারে, সর্বোচ্চ উপার্জনকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মোট বেতন শেয়ার, বোনাসসহ ১০ লাখ ডলারের বেশি হতে পারে। সে হিসাবে, যুক্তরাষ্ট্রের গড় আয়ের সমান উপার্জনকারী কোনো ব্যক্তির গুগলের একজন শীর্ষস্থানীয় কর্মীর এক বছরের সমান আয় করতে হলে কয়েক দশক টানা কাজ করে যেতে হবে!
ফলে এ থেকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে গুগলের কর্মীরা আসলে ন্যায্য ও ন্যায়সংগত বেতন বলতে কী বোঝান!
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে