Ajker Patrika

আইওএস ১৭.০.৩ আপডেট যেভাবে ডাউনলোড করবেন

অনলাইন ডেস্ক
Thumbnail image

আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে। 

কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 

ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে। 

আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে  ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।

ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবেডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–

১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন। 

২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন। 

৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন। 

৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে। 

৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত