আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।
আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।
ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–
১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।
২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন।
৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।
৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।
আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।
ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–
১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।
২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন।
৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।
৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৫ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৬ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৭ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৮ ঘণ্টা আগে