অনলাইন ডেস্ক
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।
আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।
ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–
১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।
২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন।
৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।
৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের দ্রুত গরম হওয়া ঠেকাতে আইওএস ১৭.০.৩ আপডেট নিয়ে এল অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ বলেছে, এই আপডেটের মাধ্যমে আইওএস ১৭ এর নিরাপত্তা বিষয়ক বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে।
কিছুদিন আগে অ্যাপল বলেছে, আইওএস ১৭ এর কিছু বাগ নতুন আইওএস মডেলগুলোর গরম হওয়ার জন্য দায়ী। আবার উবার ও ইনস্টাগ্রামের মতো কিছু অ্যাপও আইওএস ১৭ ও অ্যাপলের নতুন এ১৭ প্রো চিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
ফোন দ্রুত গরম হওয়ার সমস্যা সমাধানে কোম্পানি সফটওয়্যার আপডেটের ঘোষণা দেয়। এটি গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে। আইফোনের গরম হওয়ার সমস্যা সমাধানসহ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটিও এই আপডেটের মাধ্যমে সমাধান করা হবে।
আইওএস ১৬.৬ ও এর পুরোনো ভার্সনের নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা স্মার্টফোন হ্যাকিংয়ের সুবিধা পেত। একইভাবে ডব্লিউইবিআরটিসির (বিভিন্ন কোম্পানি কমিউনিকেশন ফ্রেমওয়ার্কের জন্য ব্যবহার করে) বাগের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে নির্বিচারে কোড পাঠানোর সমস্যা সংশোধন করা হবে।
ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন না পেলে, ফোনের সেটিংসে গিয়ে আপডেট এসেছে কিনা তা চেক করা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপডেটটি ইনস্টল করা যাবে–
১. আইফোনকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসুন এবং ব্যাটারি লেভেল ৫০ শতাংশ হওয়া পর্যন্ত চার্জ দিন।
২. সেটিংসের জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট অপশনে ট্যাপ করুন।
৩. আপডেটের লিস্টটি দেখা গেলে ‘আপডেট নাও’-এ ট্যাপ করুন।
৪. নিজের ফোনের পাসকোড দিন এবং এর পর আপডেটটি ডাউনলোড শুরু হবে।
৫. আপডেট ডাউনলোড শেষ হলে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে রিবুট নেবে। এতে কয়েক মিনিট সময় লাগবে। তবে এসময় পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোনটি চালু বা বন্ধ করার চেষ্টা করা যাবে না।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে