Ajker Patrika

২০ ভাষায় কোড লিখে দেবে গুগলের বার্ড 

প্রযুক্তি ডেস্ক
২০ ভাষায় কোড লিখে দেবে গুগলের বার্ড 

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’ হালনাগাদ করেছে। এখন থেকে বার্ড চ্যাটবট ব্যবহারকারীকে কোড লিখতে ও সফটওয়্যার উন্নয়নে সহায়তা করবে। চ্যাটবটটি ব্যবহারকারীকে মোট ২০টি প্রোগ্রামিং ভাষায় কোড লিখে দেবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানিয়েছে, সি++,গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও টাইপস্ক্রিপ্টসহ ২০টিরও বেশি প্রোগ্রামিং ভাষা সমর্থন করবে বার্ড এআই। তবে গুগল সব প্রোগ্রামিং ভাষার তালিকা প্রকাশ করেনি।  

গুগল সতর্ক করে জানায়, বার্ড এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যান্য উত্তরগুলোর মতো এটির দেওয়া কোড কাজ নাও করতে পারে বা ব্যবহারকারীকে প্রত্যাশিত ফলাফল নাও দিতে পারে। ত্রুটি ও দুর্বলতা এড়াতে কোডটি ব্যবহারের আগে অন্তত দুবার খতিয়ে দেখার পরামর্শও দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। 

এর আগে, চালুর পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি জনপ্রিয়তা না পাওয়ায় শিগগিরই বার্ডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার কথা জানিয়েছিলেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা না পাওয়ায় ভবিষ্যতে চ্যাটবটটিতে ‘পিএএলএম’ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বলে জানিয়েছিলেন পিচাই। 

সুন্দর পিচাই বলেছিলেন, ‘আমাদের কাছে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। শিগগিরই পিএএলএম ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বার্ড চ্যাটবটে। ফলে কোডিং বা গাণিতিক বিভিন্ন প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে সক্ষম হবে বার্ড।’ 

২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও এই চ্যাটবটের সুবিধা আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত