Ajker Patrika

ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট চালু করবেন যেভাবে

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৯: ৫২
ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট চালু করবেন যেভাবে

একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়। 

ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। 
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন। 
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন। 
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন। 
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে। 
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে। 

গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। 

তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত