একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১১ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৩ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৪ ঘণ্টা আগে