Ajker Patrika

মেটার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন পিটার থিয়েল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১২
মেটার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন পিটার থিয়েল

মেটার পরিচালনা পর্ষদের সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন পিটার থিয়েল। ফেসবুকের প্রথম দিকের একজন বিনিয়োগকারী ছিলেন এই বিলিয়নিয়ার। তিনি ২০০৫ সাল থেকে কোম্পানির বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিলিকন ভ্যালিতে রক্ষণশীল রাজনীতির এক বিরল কণ্ঠস্বর হচ্ছেন থিয়েল। থিয়েলের মূল লক্ষ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের অনুসারীদের কংগ্রেসনাল নির্বাচনে সাহায্য করা। যারা ভবিষ্যতে ট্রাম্পের এজেন্ডা বাস্তবে রূপ দেবে। 

থিয়েল অনলাইন পেমেন্ট সিস্টেম পেপ্যালের একজন সহপ্রতিষ্ঠাতা। ২০০৪ সালে তিনি ফেসবুকের একজন বিনিয়োগকারী হয়ে ওঠেন। সে সময় তিনি ফেসবুকের ১০ শতাংশ শেয়ারের জন্য ৫ লাখ ডলার মূলধন প্রদান করেন এবং পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে নিযুক্ত হন। তবে পুনরায় নির্বাচনের জন্য না দাঁড়ালেও থিয়েল মেটার বার্ষিক শেয়ারহোল্ডার মিটিং পর্যন্ত একজন পরিচালক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 

অন্যদিকে থিয়েলকে তার পরিষেবার জন্য ধন্যবাদ জানিয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, পিটার সত্যিই একজন চিন্তাশীল মানুষ। কারণ খুব সহজেই তিনি জটিল সমস্যার সমাধান দিয়ে দিতে পারেন। 

সম্প্রতি মেটার শেয়ারের মূল্য বেশ কমে যাওয়ার পরই সরে যাওয়ার ঘোষণা দেন থিয়েল। গতকাল সোমবার মেটার শেয়ারের মূল্য কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশ। চলতি বছরে মেটার মোট বাজারমূল্য আগে থেকে এক-তৃতীয়াংশ কমে গেছে। যদিও প্রতিষ্ঠানটির বাজারমূল্য এখনো ৬০০ বিলিয়নের বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত