অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের একটি শহরে আশির দশকে সক্রিয় ছিল এক ‘শয়তান উপাসক যৌন নিপীড়ক’ দল, এমন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে টুইটারে। সমাধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে শহরটির কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোডেগ্রাভেন-রেউইজক নামে পরিচিত নেদারল্যান্ডসের ওই শহরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করে ২০০০ সালের দিকে। কয়েক ব্যক্তি টুইটারে ভুয়া গল্প ছড়াতে শুরু করেন যে, আশির দশকে শিশুদের যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটেছিল সেখানে।
গল্পের মূল প্ররোচকের ভাষ্যমতে, বোডেগ্রাভেনের একদল লোকের যৌন নিপীড়নের সাক্ষী হওয়া তাঁর শৈশবস্মৃতির অংশ।
এসব গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয় কবরস্থানে গিয়ে লোকজনের ভিড় করার পাশাপাশি নাম না জানা বিভিন্ন শিশুর কবরে ফুল ও লিখিত বার্তা দিয়েছেন অনেকে।
এদিকে শুক্রবার ‘দ্য হেগ ডিস্ট্রিক্ট কোর্টে’ শুনানির আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইটারের আইনজীবী জেনস ভ্যান ডেন ব্রিংক।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে গত বছর এই আদালতই ওই সব ব্যক্তির টুইট ও এই গুজব সম্পর্কিত অন্যান্য কনটেন্ট তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে এই রায়ের পরও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে বোডেগ্রাভেন শহরের বিভিন্ন গল্প। এরই পরিপ্রেক্ষিতে টুইটারকেই আদালতে নিতে বাধ্য হয়েছে শহরটি।
বোডেনগ্রাভেন নিয়ে গুজব ছড়ানোর নেপথ্যে থাকা তিন ব্যক্তি বর্তমানে কারাগারে আছেন। তবে ওই গল্পের কারণে নয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটেসহ বেশ কিছু ব্যক্তিকে হত্যার হুমকি এবং অন্যান্য প্ররোচনার মামলায় সাজা ভোগ করছেন তাঁরা।
নেদারল্যান্ডসের একটি শহরে আশির দশকে সক্রিয় ছিল এক ‘শয়তান উপাসক যৌন নিপীড়ক’ দল, এমন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াচ্ছে টুইটারে। সমাধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে শহরটির কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোডেগ্রাভেন-রেউইজক নামে পরিচিত নেদারল্যান্ডসের ওই শহরকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করে ২০০০ সালের দিকে। কয়েক ব্যক্তি টুইটারে ভুয়া গল্প ছড়াতে শুরু করেন যে, আশির দশকে শিশুদের যৌন নিপীড়ন ও হত্যার ঘটনা ঘটেছিল সেখানে।
গল্পের মূল প্ররোচকের ভাষ্যমতে, বোডেগ্রাভেনের একদল লোকের যৌন নিপীড়নের সাক্ষী হওয়া তাঁর শৈশবস্মৃতির অংশ।
এসব গুজব ছড়িয়ে পড়ার পর স্থানীয় কবরস্থানে গিয়ে লোকজনের ভিড় করার পাশাপাশি নাম না জানা বিভিন্ন শিশুর কবরে ফুল ও লিখিত বার্তা দিয়েছেন অনেকে।
এদিকে শুক্রবার ‘দ্য হেগ ডিস্ট্রিক্ট কোর্টে’ শুনানির আগে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি টুইটারের আইনজীবী জেনস ভ্যান ডেন ব্রিংক।
এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে গত বছর এই আদালতই ওই সব ব্যক্তির টুইট ও এই গুজব সম্পর্কিত অন্যান্য কনটেন্ট তাৎক্ষণিকভাবে সরানোর নির্দেশ দিয়েছিলেন।
তবে এই রায়ের পরও সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে বোডেগ্রাভেন শহরের বিভিন্ন গল্প। এরই পরিপ্রেক্ষিতে টুইটারকেই আদালতে নিতে বাধ্য হয়েছে শহরটি।
বোডেনগ্রাভেন নিয়ে গুজব ছড়ানোর নেপথ্যে থাকা তিন ব্যক্তি বর্তমানে কারাগারে আছেন। তবে ওই গল্পের কারণে নয়, দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটেসহ বেশ কিছু ব্যক্তিকে হত্যার হুমকি এবং অন্যান্য প্ররোচনার মামলায় সাজা ভোগ করছেন তাঁরা।
সৌরবিদ্যুতে চলা নতুন ল্যাপটপ উন্মোচন করল লেনেভো। স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) নতুন এই কনসেপ্ট ল্যাপটপটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এটি ল্যাপটপটি ব্যবহারকারীদের বিদ্যুৎ তারের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাইরের পরিবেশে কাজ করতে উৎসাহ দেবে।
১ ঘণ্টা আগেআগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অনার। এই বিনিয়োগের মাধ্যমে এআই চালিত উন্নত পিসি, ট্যাবলেট এবং ওয়্যারেবল (পরিধানযোগ্য) ডিভাইস তৈরি করতে চায় কোম্পানিটি। গতকাল রোববার বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল...
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক, রেডিট এবং অনলাইন ছবি শেয়ারিং সাইট ইমগুরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের তথ্য কমিশনার অফিস (আইসিও)। শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও সুরক্ষায় প্ল্যাটফর্মগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে কি না, তা যাচাইয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেব্যক্তিগত ও পেশাগত উভয় কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তাই বিভিন্ন মেসেজের ভিড়ে জরুরি মেসেজগুলো নিচের দিকে দিকে চলে যায়। ফলে সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। প্ল্যাটফর্মটির ‘পিন মেসেজ’ ফিচার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে মুবতি পাওয়া যায়। কাঙ্ক্ষিত মেসেজ থ্রেডগুলো চ্যাট তালিকার...
৬ ঘণ্টা আগে