একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
একটি হ্যাকার গ্রুপের অনলাইনে সামরিক নথি বিক্রির তদন্ত করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ওই নথির মধ্যে ইউক্রেন যুদ্ধে ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট রয়েছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, হ্যাকাররা একটি বড় ইউরোপীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে যুক্ত ডেটা চুরি করার পরে তা অনলাইনে বিক্রি করছে। অনলাইনে বিক্রি করা শ্রেণিবদ্ধ এসব সামরিক নথির ডেটা লঙ্ঘনের প্রভাব মূল্যায়ন করছে ন্যাটো। ঘটনা তদন্তে নেমেছে আন্তর্জাতিক এ সামরিক জোট।
ইউরোপের এক প্রভাবশালী ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমবিডিএ’র এক গোপন সামরিক নথি চুরি করে অনলাইনে বিক্রি করছে ওই হ্যাকার দল। ‘এমবিডিএ মিসাইল সিস্টেমস’ স্বীকার করেছে, বিক্রির জন্য অনলাইনে ওঠা ফাইলগুলোর মধ্যে তাদের নথিপত্রও আছে।
এমবিডিএ’র দাবি, নথিপত্র চুরি হয়েছে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থেকে। হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে ইতালিতে।
ক্ষেপণাস্ত্র নির্মাতার গোপন ডেটা হ্যাক হওয়ার এই ঘটনায় তদন্তে নেমেছে ন্যাটো। জোটের এক মুখপাত্র বলেছেন, ‘চুরি যাওয়া নথি নিয়ে যে দাবি করা হচ্ছে তা বিচার বিশ্লেষণ করে দেখছি আমরা। তবে ন্যাটোর কোনো নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ইঙ্গিত আমরা পাইনি।’
হ্যাক করা ৮০ গিগাবাইট ফাইলের মধ্যে ‘নকশার নথিপত্র, নকশার ছবি, প্রেজেন্টেশন, ভিডিও, ছবি, চুক্তিপত্র’ এবং অন্যান্য কোম্পানির সঙ্গে যোগাযোগের প্রমাণও আছে বলে দাবি হ্যাকারদের।
বিক্রির জন্য অনলাইনে তোলা ফাইলের নমুনা হিসেবে ৫০ মেগাবাইট বিনা মূল্যে সরবরাহ করছে হ্যাকাররা। এর মধ্যে ‘ন্যাটো কনফিডেনশিয়াল’, ‘ন্যাটো রেস্ট্রিক্টেড’ এবং ‘আনক্লাসিফায়েড কন্ট্রোল্ড ইনফরমেশন’ হিসেবে চিহ্নিত নথিপত্র আছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান। বুধবার দুপুরে নবনিযুক্ত প্রশাসক বেসিস কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেস
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৭ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৮ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৯ ঘণ্টা আগে