নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দশ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালুর পর গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফিরিয়ে না দিয়ে ৫ জিবি বোনাস দেওয়াটা ভিক্ষার মতো বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপারেটরদের সঙ্গে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত দেওয়া সম্পর্কিত যে সিদ্ধান্ত দিয়েছেন তা গ্রাহক অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সঙ্গে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তা করেনি। ৫ জিবি ইন্টারনেট ডেটা তিন দিনের জন্য দিয়েছে, তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন। বিটিআরসি ও এনবিআর রাজস্ব ভাগাভাগির অর্থ নিয়েছে অর্থাৎ যে ডেটা হাওয়া হয়ে গেছে এর একটা ভাগ কিন্তু কমিশন এবং সরকার পেয়েছে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থ অর্থাৎ এস ও ফান্ড থেকে গ্রাহকদের ডেটা প্রদান করলে আমরা খুশি হতাম।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও স্বার্থ ক্ষুণ্ন করেছে নিয়ন্ত্রক কমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের শতভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হবে না। তাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি অবহেলিত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেওয়া এবং ব্রডব্যান্ডের জুলাই মাসের বিল সমন্বয় করার জন্য কমিশন এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
দশ দিন পর দেশে মোবাইল ইন্টারনেট চালুর পর গ্রাহকদের অব্যবহৃত ডেটা ফিরিয়ে না দিয়ে ৫ জিবি বোনাস দেওয়াটা ভিক্ষার মতো বলে মনে করছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৮ জুলাই) এক সংবাদ বিবৃতিতে এ কথা জানায় তাঁরা।
বিবৃতিতে বলা হয়, বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অপারেটরদের সঙ্গে নিয়ে গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ডেটা ফেরত দেওয়া সম্পর্কিত যে সিদ্ধান্ত দিয়েছেন তা গ্রাহক অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেবার আগে জাতির বৃহত্তর স্বার্থে ১৩ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ রক্ষায় গ্রাহকদের সঙ্গে কমিশনের কথা বলা প্রয়োজন ছিল। কিন্তু তাঁরা তা করেনি। ৫ জিবি ইন্টারনেট ডেটা তিন দিনের জন্য দিয়েছে, তা এক প্রকার ভিক্ষা দেওয়ার মতো। যারা ১০ ও ২০ জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করেন তারা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতারিত হয়েছেন। বিটিআরসি ও এনবিআর রাজস্ব ভাগাভাগির অর্থ নিয়েছে অর্থাৎ যে ডেটা হাওয়া হয়ে গেছে এর একটা ভাগ কিন্তু কমিশন এবং সরকার পেয়েছে। প্রয়োজনে আমাদের নিজস্ব অর্থ অর্থাৎ এস ও ফান্ড থেকে গ্রাহকদের ডেটা প্রদান করলে আমরা খুশি হতাম।’
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও স্বার্থ ক্ষুণ্ন করেছে নিয়ন্ত্রক কমিশন।
বিবৃতিতে আরও বলা হয়, মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের শতভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারার কারণে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে খুব একটা উৎসাহিত হবে না। তাই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন পাশাপাশি অবহেলিত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেওয়া এবং ব্রডব্যান্ডের জুলাই মাসের বিল সমন্বয় করার জন্য কমিশন এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে