কোম্পানি একীভূতকরণে উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে মালয়েশীয় বহুজাতিক টেলিকম কোম্পানি আজিয়াটা এবং নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনর। আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুটি কোম্পানি জানিয়েছে, আলোচনা সফল হলে মালয়েশিয়ায় টেলিনরের ডিজি ডটকম এবং সেলকম আজিয়াটা বারহাড উভয়ই সমপরিমান ৩৩ দশমিক ১ শতাংশ শেয়ার পাবে। এছাড়া মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একীভূত নতুন কোম্পানিতে কমপক্ষে ১৭ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ করতে পারবেন।
আজিয়াটা জানিয়েছে, সামগ্রিকভাবে স্থানীয় কোম্পানির মোট শেয়ার যাতে ৫১ শতাংশের বেশি হয় সেটি নিশ্চিত করা হবে। আর নতুন কোম্পানির নাম হবে সেলকম ডিজি বিএইচডি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় আজিয়াটা এবং টেলিনর একীভূতকরণ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে।
আজিয়াটা বলছে, মালয়েশিয়ায় টেলিযোগাযোগ পরিষেবা সংস্থাগুলোর মধ্যে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই টেলিনরের সঙ্গে একীভূত হচ্ছে তারা।
এর আগে ২০১৯ সালে পদ্ধতিগত জটিলতার কারণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় একীভূত হয়নি টেলিনর এবং আজিয়াটা। গত বছর টেলিনরের পক্ষ থেকে বলা হয়, তারা এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোকে একটি একক সত্তার আওতায় আনার চেষ্টা করছে। এতে এই অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা ও চুক্তির কাজটি সহজ হবে বলে তাদের ধারণা।
মালয়েশিয়ায় গ্রাহক সংখ্যার দিক থেকে টেলিনরের ডিজি দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর কোম্পানি। একই মানদণ্ডে আজিয়াটার সেলকম মালয়েশিয়ায় তৃতীয় বৃহৎ।
উল্লেখ্য, নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর এশিয়ায় বাংলাদেশ, থাইল্যান্ড এবং মিয়ানমারেও কার্যক্রম পরিচালনা করছে।
কোম্পানি একীভূতকরণে উচ্চপর্যায়ে আলোচনা শুরু করেছে মালয়েশীয় বহুজাতিক টেলিকম কোম্পানি আজিয়াটা এবং নরওয়ের টেলিকম কোম্পানি টেলিনর। আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুটি কোম্পানি জানিয়েছে, আলোচনা সফল হলে মালয়েশিয়ায় টেলিনরের ডিজি ডটকম এবং সেলকম আজিয়াটা বারহাড উভয়ই সমপরিমান ৩৩ দশমিক ১ শতাংশ শেয়ার পাবে। এছাড়া মালয়েশিয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একীভূত নতুন কোম্পানিতে কমপক্ষে ১৭ দশমিক ৯ শতাংশ বিনিয়োগ করতে পারবেন।
আজিয়াটা জানিয়েছে, সামগ্রিকভাবে স্থানীয় কোম্পানির মোট শেয়ার যাতে ৫১ শতাংশের বেশি হয় সেটি নিশ্চিত করা হবে। আর নতুন কোম্পানির নাম হবে সেলকম ডিজি বিএইচডি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় আজিয়াটা এবং টেলিনর একীভূতকরণ নিয়ে একটি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে।
আজিয়াটা বলছে, মালয়েশিয়ায় টেলিযোগাযোগ পরিষেবা সংস্থাগুলোর মধ্যে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই টেলিনরের সঙ্গে একীভূত হচ্ছে তারা।
এর আগে ২০১৯ সালে পদ্ধতিগত জটিলতার কারণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় একীভূত হয়নি টেলিনর এবং আজিয়াটা। গত বছর টেলিনরের পক্ষ থেকে বলা হয়, তারা এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোকে একটি একক সত্তার আওতায় আনার চেষ্টা করছে। এতে এই অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা ও চুক্তির কাজটি সহজ হবে বলে তাদের ধারণা।
মালয়েশিয়ায় গ্রাহক সংখ্যার দিক থেকে টেলিনরের ডিজি দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর কোম্পানি। একই মানদণ্ডে আজিয়াটার সেলকম মালয়েশিয়ায় তৃতীয় বৃহৎ।
উল্লেখ্য, নরওয়েভিত্তিক বহুজাতিক কোম্পানি টেলিনর এশিয়ায় বাংলাদেশ, থাইল্যান্ড এবং মিয়ানমারেও কার্যক্রম পরিচালনা করছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে