কম খরচে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছ চীনের কোম্পানি ডিপসিক। তবে, এই মডেলের কিছু বিতর্কিত কার্যকলাপের কারণে এখন সমালোচনার সম্মুখীন হচ্ছে কোম্পানিটি। চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা বা তিয়েনআনমেন স্কয়ারের গণহত্যা সম্পর্কিত কোনো তথ্য না দেখালেও বোমা তৈরি এবং হ্যাকিংয়ের মতো বিপজ্জনক তথ্যও দিতে দ্বিধা করছে না ডিপসিক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘৯ টু৫ ম্যাক’-এর একটি প্রতিবেদনে জানা গেছে, মডেলটি ৫০টি নিরাপত্তাবিষয়ক পরীক্ষায় ফেল করেছে, যা গবেষকেরা পরীক্ষামূলকভাবে পরিচালনা করেন। এই পরীক্ষাগুলো দেখা যায়, ডিপসিক খুব সহজেই বিপজ্জনক কনটেন্ট তৈরি করতে পারে। যেমন—বিস্ফোরক তৈরি করার নির্দেশনা এবং সরকারি ডেটাবেইস হ্যাক করার প্রক্রিয়া।
এআই সুরক্ষা নিয়ে গবেষকেরা অনেক আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন। জনপ্রিয় মডেলগুলো, যেমন— চ্যাটজিপিটি ও বিং চ্যাটের ক্ষেত্রেও প্রথম দিকে বেশ কিছু নিরাপত্তা ত্রুটি দেখা যায়। ব্যবহারকারীরা সেই দুর্বলতাগুলো ভুলভাবে ব্যবহার করে নির্দিষ্ট নীতিমালা ভঙ্গ করতে পারতেন। তবে ডিপসিকের ক্ষেত্রে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। সাধারণ শব্দগত কৌশল দিয়েই ডিপসিককে সহজেই ভুল পথে পরিচালিত করা যায়।
উদাহরণস্বরূপ, ডিপসিককে একটি স্ক্রিপ্ট লেখার জন্য নির্দেশনা দেন এক প্রযুক্তি বিশ্লেষক। এই স্ক্রিপ্টের এক দৃশ্যে জেলে পাওয়া সাধারণ সামগ্রী দিয়ে নায়ক একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করবে। ডিপসিক এই বোমা তৈরি সব উপকরণ ও প্রক্রিয়াটি তুলে ধরে।
এ ছাড়া কিছু পরীক্ষায়, বিশেষভাবে টোকেন চেইন ম্যানিপুলেশনের মাধ্যমে ডিপসিক সহজেই নিরাপত্তা ফিল্টারগুলো এড়িয়ে যায়। এমনকি গোপন সরকারি তথ্য হ্যাকিংয়ের জন্যও নির্দেশনা প্রদান করেছে ডিপসিক।
তবে এসব অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ডিপসিক।
মাত্র ছয় মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ডিপসিকের এই মডেলটি তৈরি করে। এই মডেলটির কারণে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গত এক মাসে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এনভিডিয়া, টিএসএমসি, আমাজন, মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর বাজারমূল্যও কমে যায়। গত ডিসেম্বরে চ্যাপজিপিটির ফ্রি বিকল্প হিসেবে পরিচিতি পায় মডেলটি। তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম খরচে মডেলটি তৈরি করা হয়।
কম খরচে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছ চীনের কোম্পানি ডিপসিক। তবে, এই মডেলের কিছু বিতর্কিত কার্যকলাপের কারণে এখন সমালোচনার সম্মুখীন হচ্ছে কোম্পানিটি। চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা বা তিয়েনআনমেন স্কয়ারের গণহত্যা সম্পর্কিত কোনো তথ্য না দেখালেও বোমা তৈরি এবং হ্যাকিংয়ের মতো বিপজ্জনক তথ্যও দিতে দ্বিধা করছে না ডিপসিক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘৯ টু৫ ম্যাক’-এর একটি প্রতিবেদনে জানা গেছে, মডেলটি ৫০টি নিরাপত্তাবিষয়ক পরীক্ষায় ফেল করেছে, যা গবেষকেরা পরীক্ষামূলকভাবে পরিচালনা করেন। এই পরীক্ষাগুলো দেখা যায়, ডিপসিক খুব সহজেই বিপজ্জনক কনটেন্ট তৈরি করতে পারে। যেমন—বিস্ফোরক তৈরি করার নির্দেশনা এবং সরকারি ডেটাবেইস হ্যাক করার প্রক্রিয়া।
এআই সুরক্ষা নিয়ে গবেষকেরা অনেক আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন। জনপ্রিয় মডেলগুলো, যেমন— চ্যাটজিপিটি ও বিং চ্যাটের ক্ষেত্রেও প্রথম দিকে বেশ কিছু নিরাপত্তা ত্রুটি দেখা যায়। ব্যবহারকারীরা সেই দুর্বলতাগুলো ভুলভাবে ব্যবহার করে নির্দিষ্ট নীতিমালা ভঙ্গ করতে পারতেন। তবে ডিপসিকের ক্ষেত্রে এই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। সাধারণ শব্দগত কৌশল দিয়েই ডিপসিককে সহজেই ভুল পথে পরিচালিত করা যায়।
উদাহরণস্বরূপ, ডিপসিককে একটি স্ক্রিপ্ট লেখার জন্য নির্দেশনা দেন এক প্রযুক্তি বিশ্লেষক। এই স্ক্রিপ্টের এক দৃশ্যে জেলে পাওয়া সাধারণ সামগ্রী দিয়ে নায়ক একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরি করবে। ডিপসিক এই বোমা তৈরি সব উপকরণ ও প্রক্রিয়াটি তুলে ধরে।
এ ছাড়া কিছু পরীক্ষায়, বিশেষভাবে টোকেন চেইন ম্যানিপুলেশনের মাধ্যমে ডিপসিক সহজেই নিরাপত্তা ফিল্টারগুলো এড়িয়ে যায়। এমনকি গোপন সরকারি তথ্য হ্যাকিংয়ের জন্যও নির্দেশনা প্রদান করেছে ডিপসিক।
তবে এসব অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ডিপসিক।
মাত্র ছয় মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে ডিপসিকের এই মডেলটি তৈরি করে। এই মডেলটির কারণে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে গত এক মাসে এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এনভিডিয়া, টিএসএমসি, আমাজন, মেটা এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলোর বাজারমূল্যও কমে যায়। গত ডিসেম্বরে চ্যাপজিপিটির ফ্রি বিকল্প হিসেবে পরিচিতি পায় মডেলটি। তবে যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানির তুলনায় অনেক কম খরচে মডেলটি তৈরি করা হয়।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
১২ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
১২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
১৪ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
১৫ ঘণ্টা আগে