আবির আহসান রুদ্র
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় কেউই ক্যাপচা পছন্দ করে না। ধরুন, আপনি একটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন, হুট করেই হাজির হবে ক্যাপচার ঝামেলা। আপনি রোবট নাকি মানুষ, এটা প্রমাণ করার জন্য ক্যাপচা বক্স থেকে বিভিন্ন জিনিস শনাক্ত করতে হয়। এই অভিজ্ঞতার সঙ্গে কম-বেশি সবাই পরিচিত।
তবে ক্যাপচার ভালো দিকও আছে। ইন্টারনেট থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির জন্য স্ক্যামাররা রোবট ব্যবহার করে থাকে। ক্যাপচা স্বয়ংক্রিয়ভাবে মানুষ ও রোবটকে আলাদা করে তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নস্যাৎ করে দিতে পারে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে মূল বাধা হয়ে দাঁড়ায় ক্যাপচা। এর সমাধান খুবই সহজ, আবার বিরক্তিকরও। তবে মাঝে মাঝে ক্যাপচাগুলো সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে। যেমন এবড়োখেবড়ো সংখ্যা বা অক্ষর দেখে ক্যাপচার ঘর পূরণ করা। এ ক্ষেত্রে অনেকবার চেষ্টার পর হাল ছেড়ে দেওয়ারও নজির আছে।
ক্যাপচার বিকল্প
সব সময় যাতে ক্যাপচা সমাধান করতে না হয়, সে জন্য নতুন ফিচার আনছে গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে কোনো ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা সমাধান করা থাকলে পরে ওই ওয়েবসাইটে আর নতুন করে সেই ঝামেলায় পড়তে হবে না। অন্যান্য ওয়েবসাইটও ইচ্ছা করলে এই ক্যাপচা রেকর্ড ব্যবহার করতে পারবে। আপনি যদি কোনো সাইটের ক্যাপচা টেস্টে সফল না হন, তাতেও সমস্যা নেই। অন্য সাইটের ক্যাপচা রেকর্ড থেকে তথ্য নিয়ে সাইটটি সহজেই ব্রাউজ করা যাবে।
গুগল বলছে, ফিচারটি ব্যবহারকারীদের শনাক্ত করতে পারে না এবং তথ্যও সাইটে সরবরাহ করে না। যদিও খুব সামান্য তথ্য ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। এর বাইরে কোনো তথ্য বেহাত হওয়ার সুযোগ নেই।
যেভাবে ক্যাপচা এড়িয়ে যাবেন
পরীক্ষামূলক অবস্থায় থাকার কারণে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। এ জন্য ক্রোম ক্যানারি ডাউনলোড করে নিতে হবে। এই ব্রাউজারে নতুন ফিচার এবং সেটিংস পরীক্ষা করে গুগল। যদিও ব্রাউজিংয়ের জন্য ক্যানারির ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ, এতে ব্যবহৃত ফিচারগুলো অসম্পূর্ণ এবং পরীক্ষামূলক পর্যায়ের। তবে নতুন ফিচার বাজারে আসার আগে পরীক্ষা করে নেওয়ার ভালো মাধ্যম হতে পারে ক্যানারি।
কম্পিউটারে ইনস্টল করার পর, প্রথমে ক্রোম ক্যানারিতে ঢুকতে হবে। তারপর যেতে হবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। সেখান থেকে সাইট সেটিংস হয়ে অতিরিক্ত কনটেন্ট সেটিংসের অটো ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে।
এরপর বিভিন্ন সাইটে ঢুকলেই অটো ভেরিফিকেশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে পরীক্ষামূলক অবস্থার জন্য অনেক ওয়েবসাইটে ফিচারটি না-ও কাজ করতে পারে। পুরো সুবিধা ভোগ করতে অপেক্ষা করতে হবে গুগলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
সূত্র: লাইফ হ্যাকার
ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় কেউই ক্যাপচা পছন্দ করে না। ধরুন, আপনি একটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছেন, হুট করেই হাজির হবে ক্যাপচার ঝামেলা। আপনি রোবট নাকি মানুষ, এটা প্রমাণ করার জন্য ক্যাপচা বক্স থেকে বিভিন্ন জিনিস শনাক্ত করতে হয়। এই অভিজ্ঞতার সঙ্গে কম-বেশি সবাই পরিচিত।
তবে ক্যাপচার ভালো দিকও আছে। ইন্টারনেট থেকে ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরির জন্য স্ক্যামাররা রোবট ব্যবহার করে থাকে। ক্যাপচা স্বয়ংক্রিয়ভাবে মানুষ ও রোবটকে আলাদা করে তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য নস্যাৎ করে দিতে পারে। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে মূল বাধা হয়ে দাঁড়ায় ক্যাপচা। এর সমাধান খুবই সহজ, আবার বিরক্তিকরও। তবে মাঝে মাঝে ক্যাপচাগুলো সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে। যেমন এবড়োখেবড়ো সংখ্যা বা অক্ষর দেখে ক্যাপচার ঘর পূরণ করা। এ ক্ষেত্রে অনেকবার চেষ্টার পর হাল ছেড়ে দেওয়ারও নজির আছে।
ক্যাপচার বিকল্প
সব সময় যাতে ক্যাপচা সমাধান করতে না হয়, সে জন্য নতুন ফিচার আনছে গুগল ক্রোম। এই ফিচারের মাধ্যমে কোনো ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা সমাধান করা থাকলে পরে ওই ওয়েবসাইটে আর নতুন করে সেই ঝামেলায় পড়তে হবে না। অন্যান্য ওয়েবসাইটও ইচ্ছা করলে এই ক্যাপচা রেকর্ড ব্যবহার করতে পারবে। আপনি যদি কোনো সাইটের ক্যাপচা টেস্টে সফল না হন, তাতেও সমস্যা নেই। অন্য সাইটের ক্যাপচা রেকর্ড থেকে তথ্য নিয়ে সাইটটি সহজেই ব্রাউজ করা যাবে।
গুগল বলছে, ফিচারটি ব্যবহারকারীদের শনাক্ত করতে পারে না এবং তথ্যও সাইটে সরবরাহ করে না। যদিও খুব সামান্য তথ্য ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। এর বাইরে কোনো তথ্য বেহাত হওয়ার সুযোগ নেই।
যেভাবে ক্যাপচা এড়িয়ে যাবেন
পরীক্ষামূলক অবস্থায় থাকার কারণে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ফিচারটি পাওয়া যাবে না। এ জন্য ক্রোম ক্যানারি ডাউনলোড করে নিতে হবে। এই ব্রাউজারে নতুন ফিচার এবং সেটিংস পরীক্ষা করে গুগল। যদিও ব্রাউজিংয়ের জন্য ক্যানারির ওপর নির্ভর করা ঠিক হবে না। কারণ, এতে ব্যবহৃত ফিচারগুলো অসম্পূর্ণ এবং পরীক্ষামূলক পর্যায়ের। তবে নতুন ফিচার বাজারে আসার আগে পরীক্ষা করে নেওয়ার ভালো মাধ্যম হতে পারে ক্যানারি।
কম্পিউটারে ইনস্টল করার পর, প্রথমে ক্রোম ক্যানারিতে ঢুকতে হবে। তারপর যেতে হবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে। সেখান থেকে সাইট সেটিংস হয়ে অতিরিক্ত কনটেন্ট সেটিংসের অটো ভেরিফাই অপশনে ক্লিক করে নিতে হবে।
এরপর বিভিন্ন সাইটে ঢুকলেই অটো ভেরিফিকেশন ফিচার স্বয়ংক্রিয়ভাবে ক্যাপচার ঝামেলা থেকে মুক্তি দেবে। তবে পরীক্ষামূলক অবস্থার জন্য অনেক ওয়েবসাইটে ফিচারটি না-ও কাজ করতে পারে। পুরো সুবিধা ভোগ করতে অপেক্ষা করতে হবে গুগলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
সূত্র: লাইফ হ্যাকার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে