Ajker Patrika

এআই মডেলের প্রশিক্ষণে দুই বছরের খরচ ১০ হাজার কোটি ডলার: অ্যানথ্রপিক

অনলাইন ডেস্ক
Thumbnail image

লার্জ ল্যাংগুয়েজ মডেল বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেলের (এআই) বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তবে এই খাতের ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়ে খুব একটা চিন্তিত নয় অ্যানথ্রপিকের সিইও ও প্রতিষ্ঠাতা দারিও আমোদেই। কারণ দুই বছরের মধ্যে এই ধরনের মডেলকে প্রশিক্ষণ দিতে প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয় করতে হবে। কিন্তু বেশির ভাগ কোম্পানিই এই ব্যয়ভার বহন করতে পারবে না। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি–কে দেওয়া সাক্ষাৎকারে অ্যানথ্রপিক ও চ্যাটবট ক্লদ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দারিও। তিনি বিলিয়ন ডলার মূল্যের এআই শিল্প নিয়ে আলোচনা করেন। 

তিনি বলেন, এআই মডেলকে উন্নত পেশাগত প্রশিক্ষণ দেওয়ার জন্য অর্থনৈতিক ক্ষমতা খুব কমসংখ্যক কোম্পানিরই রয়েছে। 

আমোদেই ও তার বোন মিলে ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করে। কোম্পানটি প্রতিষ্ঠা করার কিছুদিনের মধ্যেই আমাজনের মতো বড় কোম্পানি অ্যানথ্রপিকে বিনিয়োগ করে। গত বছর অ্যানথ্রপিকে ১২৫ কোটি ডলার বিনিয়োগ করে আমাজন। আবার এই বছরের মার্চ মাসে আরও ২৭৬ কোটি ডলার বিনিয়োগ করে। এভাবে অ্যানথ্রপিকের অল্প কিছু শেয়ারের মালিক হয় আমাজন। এছাড়া আমাজনের ক্লাউড সেবা ও চিপ নিয়েও কাজ করছে অ্যানথ্রপিক। 

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির সঙ্গে প্রতিযোগিতা করছে অ্যানথ্রপিকের চ্যাটবট ক্লদ। অপরদিকে আমাজনও নিজস্ব এআই মডেল ‘অলিম্পাস’ তৈরির জন্য কাজ করছে। আর গত মাসেই এআই মডেল ‘গ্রোক’ উন্মোচন করে ইলন মাস্ক। 

আমোদেই বলেন, এআই মডেলগুলো খুব দ্রুত বাজারে সহজলভ্য হওয়ার সম্ভাবনা নেই। কারণ এগুলো তৈরি করতে ও প্রশিক্ষণের জন্য ব্যাপক পরিমাণ অর্থ প্রয়োজন। বর্তমানে প্রচলিত মডেলগুলো বিকাশের জন্য প্রযুক্তি কোম্পানিগুলো ১০ হাজার কোটি ডলার ব্যয় করছে ও এই খরচ আরও বৃদ্ধি পাবে। 

আমোদেই আরও বলেন, আগামী বছরের মধ্যে এআই মডেলগুলো প্রশিক্ষণে ১০০ কোটি ডলার খরচ হবে। আর ২০২৫ সালে ও ২০২৬ সালে এই খরচ যথাক্রমে ৫০০ কোটি ও ১ হাজার কোটি ডলার হবে। এআই মডেল প্রশিক্ষণের জন্য খরচ ১০ হাজার কোটির ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমোদি মনে করেন। এত ব্যাপক অঙ্কের খরচ বহন করার ক্ষমতা খুব কমসংখ্যক কোম্পানিরই রয়েছে। 

আমোদি বলেন, ‘মানুষের মস্তিষ্ক একইরকম। কিন্তু তারপরও আমাদের চিন্তাভাবনা আলাদা ও এসব মডেলেরও ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। কিছু এআই মডেল আইন বা জাতীয় নিরাপত্তার মতো বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে, বাকিগুলো বায়োকেমিস্ট্রিতে দক্ষতা অর্জন করতে পারে।’ 

প্রতিটি এআই মডেলে ভিত্তি এক হলেও ভিন্ন ভিন্ন কোম্পানির মডেলগুলো ভিন্ন ভিন্ন বিষয়ে দক্ষ হবে বলে আমোদি মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত