Ajker Patrika

চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ করছেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ করছেন মাস্ক

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হলেন স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক। তবে মাস্ক ২০১৮ সালে বোর্ড থেকে পদত্যাগ করেন। তবে এবার তিনিই চ্যাটজিপিটির বিকল্প আনতে কাজ শুরু করেছেন। পরিকল্পনা বাস্তবায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষকদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছেন মাস্ক।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইগর বাবুসকিন একজন গবেষক। অ্যালফাবেটের মালিকানাধীন ডিপ মাইন্ড-এ কাজ করতেন তিনি। তবে সম্প্রতি সেই চাকরি ছেড়েছেন তিনি। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা ল্যাব তৈরিতে ইগর বাবুসকিনকে নিয়োগ দিয়েছেন মাস্ক। তবে ইগর বাবুসকিন জানান, তিনি এখনো এই উদ্যোগে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেননি। 

চ্যাটজিপিটি উন্মোচনের পর থেকে উদ্বিগ্ন গুগল নিজেদের চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দেয়। মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি প্রযুক্তির চ্যাটবট যুক্ত করে।  

২০২০ সালের অক্টোবরে ওপেনএআই জিপিটি-৩ মডেলের ‘চ্যাটজিপিটি’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একধরনের চ্যাটবট প্রকাশ করে। মডেলটি সংলাপ ও ভাষা বোঝার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ছিল। গত বছরের ৩০ নভেম্বর আপডেটসহ চ্যাটজিপিটির একটি নতুন সংস্করণ প্রকাশ করে ওপেনএআই। ওপেন এআইয়ের চ্যাটবটের আগের সংস্করণগুলো টাকা খরচ করে ব্যবহার করতে হলেও চ্যাটজিটিপি ব্যবহার করা যাচ্ছে সম্পূর্ণ বিনা মূল্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত