আইফোন ১৫ সিরিজ বাজারে আসতে না আসতেই আইফোন ১৬ সিরিজের নতুন ফিচারের তথ্য ফাঁস হয়েছে। অ্যাপলের বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার এই তথ্য জানিয়েছে।
নতুন আইফোনে থাকছে ‘ক্যাপচার বাটন’ যার কোডনেম ‘প্রোজেক্ট নোভা’। এটি আইফোন ১৬ বিক্রির প্রধান কারণ হবে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের একটু নিচে এটি থাকবে। বাটনটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সাধারণ মেকানিক্যাল বাটন নয়, ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে। মেকানিক্যাল বাটনের মতো চাপ দিলে ক্যাপাসিটিভ বাটন সরে যায় না। ক্যাপাসিটিভ বাটনটি চাপ ও স্পর্শ টের এবং হ্যাপটিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে হ্যাপটিক প্রতিক্রিয়া (শক্তি, কম্পন বা গতি প্রয়োগ করে স্পর্শের অভিজ্ঞতা তৈরি করে) প্রদান করে।
আইফোন এসই মডেলের হোম বাটনের মত বাটনটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপাসিটিভ বাটনটিতে ফোর্স সেন্সর কার্যকারিতা থাকবে। ফোর্স সেন্সর প্রয়োগকৃত শক্তি শনাক্ত করে ও শক্তির মাত্রাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে।
আইফোন ১৫ প্রো তৈরির প্রথম দিকেও ‘বঙ্গ প্রজেক্টের’ আওতায় অ্যাপল ক্যাপাসিটিভ বাটন নিয়ে কাজ করে। যদিও পরে বিভিন্ন হার্ডওয়্যারজনিত সমস্যার জন্য এই প্রজেক্ট বাদ হয়ে যায়। এর ফলে অ্যাপলের ইঞ্জিনিয়াররা আইফোন ১৬ সিরিজে নতুনরূপে বাটনটি নিয়ে আসার সুযোগ পাবে।
ক্যাপচার বাটনটি আইফোন ১৬ সিরিজের সব মডেলেই থাকবে। নতুন বাটনটিসহ আইফোন ১৬ সিরিজে ক্যাপাসিটিভ অ্যাকশন বাটন থাকতে পারে। এই হ্যাপটিক অ্যাকশন বাটনটি ‘প্রজেক্ট অ্যাটলাস’ এর আওতাধীন এবং অ্যাকশন বাটনের মত একই ধরনের ডিজাইন থাকবে।
ক্যাপচার বাটন ও উন্নত অ্যাকশন বাটনের সঙ্গে আইফোন ১৬ সিরিজে নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প দেখা যাবে। আইফোন ১৬ এর মত উলম্ব ক্যামেরা বিন্যাস থাকতে পারে। প্রো মডেলগুলোয় স্ক্রিন সাইজ ৬ দশমিক ১ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৯ ইঞ্চি হতে পারে।
উল্লেখ্য যে, আইফোন ১৬ সিরিজ এখনো পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ডিজাইনগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই ক্যাপচার বাটন আইফোন ১৬ সিরিজে থাকবে নাকি তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আইফোন ১৫ সিরিজ বাজারে আসতে না আসতেই আইফোন ১৬ সিরিজের নতুন ফিচারের তথ্য ফাঁস হয়েছে। অ্যাপলের বিষয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ম্যাকরিউমার এই তথ্য জানিয়েছে।
নতুন আইফোনে থাকছে ‘ক্যাপচার বাটন’ যার কোডনেম ‘প্রোজেক্ট নোভা’। এটি আইফোন ১৬ বিক্রির প্রধান কারণ হবে বলে ধারণা করা হচ্ছে। পাওয়ার বাটনের একটু নিচে এটি থাকবে। বাটনটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সাধারণ মেকানিক্যাল বাটন নয়, ক্যাপাসিটিভ বাটন হিসেবে কাজ করবে। মেকানিক্যাল বাটনের মতো চাপ দিলে ক্যাপাসিটিভ বাটন সরে যায় না। ক্যাপাসিটিভ বাটনটি চাপ ও স্পর্শ টের এবং হ্যাপটিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে হ্যাপটিক প্রতিক্রিয়া (শক্তি, কম্পন বা গতি প্রয়োগ করে স্পর্শের অভিজ্ঞতা তৈরি করে) প্রদান করে।
আইফোন এসই মডেলের হোম বাটনের মত বাটনটি কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ক্যাপাসিটিভ বাটনটিতে ফোর্স সেন্সর কার্যকারিতা থাকবে। ফোর্স সেন্সর প্রয়োগকৃত শক্তি শনাক্ত করে ও শক্তির মাত্রাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে।
আইফোন ১৫ প্রো তৈরির প্রথম দিকেও ‘বঙ্গ প্রজেক্টের’ আওতায় অ্যাপল ক্যাপাসিটিভ বাটন নিয়ে কাজ করে। যদিও পরে বিভিন্ন হার্ডওয়্যারজনিত সমস্যার জন্য এই প্রজেক্ট বাদ হয়ে যায়। এর ফলে অ্যাপলের ইঞ্জিনিয়াররা আইফোন ১৬ সিরিজে নতুনরূপে বাটনটি নিয়ে আসার সুযোগ পাবে।
ক্যাপচার বাটনটি আইফোন ১৬ সিরিজের সব মডেলেই থাকবে। নতুন বাটনটিসহ আইফোন ১৬ সিরিজে ক্যাপাসিটিভ অ্যাকশন বাটন থাকতে পারে। এই হ্যাপটিক অ্যাকশন বাটনটি ‘প্রজেক্ট অ্যাটলাস’ এর আওতাধীন এবং অ্যাকশন বাটনের মত একই ধরনের ডিজাইন থাকবে।
ক্যাপচার বাটন ও উন্নত অ্যাকশন বাটনের সঙ্গে আইফোন ১৬ সিরিজে নতুন ডিজাইনের ক্যামেরা বাম্প দেখা যাবে। আইফোন ১৬ এর মত উলম্ব ক্যামেরা বিন্যাস থাকতে পারে। প্রো মডেলগুলোয় স্ক্রিন সাইজ ৬ দশমিক ১ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ৬ দশমিক ৩ ইঞ্চি থেকে বেড়ে ৬ দশমিক ৯ ইঞ্চি হতে পারে।
উল্লেখ্য যে, আইফোন ১৬ সিরিজ এখনো পরীক্ষা–নিরীক্ষা পর্যায়ে রয়েছে এবং ডিজাইনগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই ক্যাপচার বাটন আইফোন ১৬ সিরিজে থাকবে নাকি তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ব্যক্তিগত ও অফিসের কাজ একসঙ্গে সামলানো ব্যবহারকারীদের জন্য আইওএসে গুগল ক্রোমে গুরুত্বপূর্ণ একটি নতুন ফিচার চালু করেছে গুগল। এখন থেকে আলাদা করে সাইন আউট বা সাইন ইন না করেই ব্যবহারকারীরা সহজে পার্সোনাল ও ওয়ার্ক অ্যাকাউন্টের মধ্যে সুইচ করতে পারবেন। কাজের তথ্য যেন ব্যক্তিগত তথ্যের সঙ্গে মিশে না যায়
৩ ঘণ্টা আগেপাকিস্তানে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্র্যাকলেস (লাইনবিহীন), টিকিটবিহীন এবং সৌরবিদ্যুৎ চালিত আধুনিক মেট্রো সার্ভিস। লাহোরে শুরু হয়েছে সুপার অটোনোমাস রেল র্যাপিড ট্রানজিট (এসআরটি) সিস্টেমের পরীক্ষামূলক চলাচল।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে নানা ধরনের অদ্ভুত ও অভিনব হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট দেখা গেলেও, সম্প্রতি চীনের তৈরি এক রোবট বিশেষভাবে নজর কেড়েছে। এটি নিজেই নিজের ব্যাটারি পাল্টাতে পারে—ফলে এটি সপ্তাহের সাত দিন, দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করতে সক্ষম।
৫ ঘণ্টা আগেবহুল ব্যবহৃত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যারের একটি বড় ধরনের নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বব্যাপী সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং একটি এশীয় টেলিযোগাযোগ কোম্পানিসহ ১০০টি প্রতিষ্ঠানের
৬ ঘণ্টা আগে