Ajker Patrika

বন্যা ও কুয়াশায় সতর্ক করবে গুগল ম্যাপস

মোস্তাফিজ মিঠু, ঢাকা
Thumbnail image

বন্যা বা কুয়াশার মতো প্রাকৃতিক বিষয় থেকে সরাসরি মুক্তি দেওয়ার মতো প্রযুক্তি এখনো তৈরি হয়নি। কিন্তু সেগুলোর আগাম সংবাদ দিয়ে মানুষকে নিরাপদ করার মতো প্রযুক্তি আমাদের হাতে আছে। এসব প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে এগিয়ে আছে গুগল। 

যারা রাস্তা মনে রাখতে পারে না, তাদের জন্য তো বটেই, যারা নতুন জায়গায় গিয়ে রাস্তা খোঁজে, তাদের জন্যও দারুণ উপকারী গুগল ম্যাপস। সময়ের সঙ্গে ব্যবহারকারীদের জন্য এতে নতুন অনেক ফিচার যোগ করেছে গুগল। 

এবার জনপ্রিয় এই অ্যাপে যুক্ত হচ্ছে বন্যা ও কুয়াশার সতর্কতা। কোনো নির্দিষ্ট জায়গায় বন্যার পানি বা কুয়াশা রয়েছে কি না, তা এখন থেকে গুগল ম্যাপের মাধ্যমে জানা যাবে। শুধু তা-ই নয়, ব্যবহারকারীরা চাইলে নিজেদের বসবাসের জায়গার বন্যা বা কুয়াশার তথ্যও গুগলকে জানাতে পারবেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত হওয়া দশম গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। গুগল ম্যাপসে নতুন এই সুবিধাগুলোর মাধ্যমে চলার পথের আবহাওয়ার হালনাগাদ তথ্য পাওয়া যাবে। বর্ষা ও শীতকালে এই সতর্কতাগুলো পথচলায় বাড়তি সুরক্ষা দেবে।

গুগল বলছে, এই ফিচার গাড়িচালকদের জন্য বেশ উপকারী হতে যাচ্ছে। বর্ষা বা শীতকালে চলার সময় পথের সামনে কুয়াশা বা বন্যার কোনো পরিস্থিতি থাকলে গাড়িচালক আগে থেকে সতর্ক হতে পারবেন। এমনকি চাইলে চালকেরা গন্তব্যে যেতে বিকল্প পথও ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সেবা মূলত ব্যবহারকারীদের সরবরাহকৃত তথ্য ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে চালানো হবে যাতে সবাই নিজ নিজ অভিজ্ঞতা থেকে সতর্কতার তথ্য শেয়ার করতে পারেন।

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি কেন গুগল তাদের অ্যাপে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে, সে প্রসঙ্গে গুগলের পক্ষ থেকে স্নিগ্ধা ভরদ্বাজ বলেন, ‘গত বছর থেকে ভারতে স্ক্যাম দূর করার জন্য গুগল প্রায় ১৩ হাজার কোটি রুপি ব্যয় করে। এ থেকে মুক্তি পেতে গুগল এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। এতে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা যাবে।’

গুগলের এমন উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে স্নিগ্ধা ভরদ্বাজ আরও জানান, বিশ্বের অনেক দেশে বন্যা বা কুয়াশার জন্য চলতি পথে অনেকে বিপদে পড়ে; বিশেষ করে পাহাড়ি বা বনবেষ্টিত এলাকার মানুষ এ ধরনের অসুবিধায় পড়ে বেশি। গুগল যখন তাদের এআই আপডেট নিয়ে পরিকল্পনা করে, তখন এ বিষয়গুলো যোগ করার ওপর জোর দেওয়া হয়।

দশম গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে বন্যা ও কুয়াশার সতর্কতাবিষয়ক ফিচারের পাশাপাশি গুগল ম্যাপসে আরও বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে গুগল। এগুলোর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানের রিভিউর সারাংশ জানা। যেমন রেস্তোরাঁ, হোটেল বা বিশেষ জায়গার সব রিভিউ আর পড়ার দরকার হবে না কারও; বরং এআইয়ের মাধ্যমে কয়েক লাইনে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে ব্যবহারকারীরা। এ ছাড়া গুগল ম্যাপস এআইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনা আরও সহজে দেবে, যা চালকদের জন্য অনেকটাই সহায়ক হবে।

পথে চলাচল করতে দিকনির্দেশনার ফিচারগুলোয় আরও উন্নতি আনছে গুগল। যেহেতু তৃতীয় বিশ্বের দেশগুলোতেও ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে, তা বিবেচনায় রেখে গুগল ম্যাপসে যোগ হতে যাচ্ছে চার্জিং স্টেশনের ঠিকানা। চার্জিং স্টেশনের জনপ্রিয়তা এখনো না বাড়লেও ইলেকট্রিক গাড়ি ব্যবহারকারীদের জন্য এটি দারুণ খবর। 

এ ছাড়া দশম গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগল তাদের গুগল পে ও গুগল লেন্সেও নতুন পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত