ইনস্টাগ্রামের মন্তব্যের পাশে নতুন ‘ডিসলাইক বাটন’ চোখে পড়লে অবাক হওয়ার কিছু নেই। কারণ পরীক্ষামূলকভাবে এই বাটনটি চালু করছে মেটা। এর মাধ্যমে কোনো মন্তব্য পছন্দ না হলে এবং অপ্রাসঙ্গিক হলে তা জানাতে পারবেন ব্যবহারকারীরা। এই ডিসলাইক বাটনটি গোপনভাবে কাজ করবে। অর্থাৎ অন্য কেউ জানবে না যে ওই মন্তব্যটি ডিসলাইক করা হয়েছে। আর বেশি ডিসলাইক পাওয়া মন্তব্যগুলো কম গুরুত্ব পাবে এবং পোস্টের নিচের দিকে চলে যাবে।
সম্প্রতি বেশ কিছু থ্রেডস ব্যবহারকারী জানান যে তাঁরা পোস্টের মন্তব্য সেকশনে একটি নতুন নিম্নমুখী তির চিহ্ন (ডাউন অ্যারো) দেখতে পাচ্ছেন, যা লাইক বাটনের পাশে ছিল। এরপর ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এই ফিচারটি বর্তমানে একটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এর মূল লক্ষ্য হলো ‘মন্তব্যগুলোকে আরও বন্ধুত্বপূর্ণ করা।’ তিনি বলেন, ডিসলাইক বাটনটি ব্যবহারকারীদের জন্য একটি গোপন উপায় হবে, যার মাধ্যমে তারা কোনো মন্তব্যে অপছন্দ প্রকাশ করতে পারবেন, কিন্তু সেই অপছন্দের কোনো গণনা বা পরিসংখ্যান থাকবে না এবং মন্তব্যকারী বা অন্য ব্যবহারকারীরা জানবে না।
মোসেরি জানান, ভবিষ্যতে ডিসলাইক সংকেতটি মন্তব্যের র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে। ফলে যেসব মন্তব্য বেশি ডিসলাইক পাবে, সেগুলো নিচে নেমে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট বহু বছর ধরেই একটি ডাউনভোট মেকানিজম ব্যবহার করছে। বিভিন্ন ধরনের মন্তব্যগুলো শ্রেণিবিভাগ তৈরি করতে আপভোট এবং ডাউনভোট ব্যবহার করে এর প্ল্যাটফর্ম।
তবে মেটার এই ফিচারটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে তা নিশ্চিত নয়।
গত জানুয়ারিতে টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।
সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
তথ্যসূত্র: ম্যাকরিউমার, টেকক্রাঞ্চ ও ডিজিটাল ট্রেন্ডস
ইনস্টাগ্রামের মন্তব্যের পাশে নতুন ‘ডিসলাইক বাটন’ চোখে পড়লে অবাক হওয়ার কিছু নেই। কারণ পরীক্ষামূলকভাবে এই বাটনটি চালু করছে মেটা। এর মাধ্যমে কোনো মন্তব্য পছন্দ না হলে এবং অপ্রাসঙ্গিক হলে তা জানাতে পারবেন ব্যবহারকারীরা। এই ডিসলাইক বাটনটি গোপনভাবে কাজ করবে। অর্থাৎ অন্য কেউ জানবে না যে ওই মন্তব্যটি ডিসলাইক করা হয়েছে। আর বেশি ডিসলাইক পাওয়া মন্তব্যগুলো কম গুরুত্ব পাবে এবং পোস্টের নিচের দিকে চলে যাবে।
সম্প্রতি বেশ কিছু থ্রেডস ব্যবহারকারী জানান যে তাঁরা পোস্টের মন্তব্য সেকশনে একটি নতুন নিম্নমুখী তির চিহ্ন (ডাউন অ্যারো) দেখতে পাচ্ছেন, যা লাইক বাটনের পাশে ছিল। এরপর ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানান, এই ফিচারটি বর্তমানে একটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এর মূল লক্ষ্য হলো ‘মন্তব্যগুলোকে আরও বন্ধুত্বপূর্ণ করা।’ তিনি বলেন, ডিসলাইক বাটনটি ব্যবহারকারীদের জন্য একটি গোপন উপায় হবে, যার মাধ্যমে তারা কোনো মন্তব্যে অপছন্দ প্রকাশ করতে পারবেন, কিন্তু সেই অপছন্দের কোনো গণনা বা পরিসংখ্যান থাকবে না এবং মন্তব্যকারী বা অন্য ব্যবহারকারীরা জানবে না।
মোসেরি জানান, ভবিষ্যতে ডিসলাইক সংকেতটি মন্তব্যের র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে। ফলে যেসব মন্তব্য বেশি ডিসলাইক পাবে, সেগুলো নিচে নেমে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট বহু বছর ধরেই একটি ডাউনভোট মেকানিজম ব্যবহার করছে। বিভিন্ন ধরনের মন্তব্যগুলো শ্রেণিবিভাগ তৈরি করতে আপভোট এবং ডাউনভোট ব্যবহার করে এর প্ল্যাটফর্ম।
তবে মেটার এই ফিচারটি কবে নাগাদ পুরোপুরি চালু হবে তা নিশ্চিত নয়।
গত জানুয়ারিতে টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটির রিলসের ভিডিওর সময়সীমা ৯০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করা হয়। এর ফলে টিকটকের মতো ইনস্টাগ্রামও ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও তৈরির সুযোগ দিচ্ছে। ২০২৩ সালে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার ফিচার শুরু করেছিল টিকটক।
সেই সঙ্গে নতুন ভিডিও তৈরির অ্যাপ ‘এডিটস’ চালু করার ঘোষণা দিয়েছে মেটা। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সঙ্গে বেশ মিল রয়েছে নতুন অ্যাপটির।
তথ্যসূত্র: ম্যাকরিউমার, টেকক্রাঞ্চ ও ডিজিটাল ট্রেন্ডস
বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে স্মার্টফোনে স্ক্রলিং, গেম খেলা কিংবা ভিডিও দেখার পর হাতের ফোনটি বেশ গরম অনুভূত হয়। বিষয়টা একটু চিন্তার মনে হতে পারে, এর পেছনে একাধিক যৌক্তিক ও প্রযুক্তিগত কারণ।
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন জালিয়াতি রোধে গত বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। ২০২৪ সালে ৩ কোটি ৯২ লাখ বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করেছে কোম্পানিটি, যা আগের বছরের তুলনায় তিন গুণেরও বেশি। নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টগুলো সনাক্ত করেছে এই টেক...
১০ ঘণ্টা আগেবিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা...
১৩ ঘণ্টা আগে