অনলাইন ডেস্ক
আইফোন ১৫ সিরিজসহ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের অন্যতম ফিচার নেমড্রপ। এটি এয়ারড্রপের মত কাজ করে। এর মাধ্যমে একটি আইফোন আরেক আইফোনের কাছে রেখে কনট্যাক্ট ডিটেইলস শেয়ার করা যায়।
আইফোন ও অ্যাপলের ঘড়ি কাছাকাছি রেখেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে ঘড়ির ক্ষেত্রে এই ফিচার এ বছরের শেষদিকে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেটের প্রতিবেদন অনুসারে ফিচারটি ব্যবহারের ধাপগুলো তুলে ধরা হল।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
নেমড্রপ ফিচারটি ব্যবহারের জন্য আইফোনের এয়ারড্রপ ফিচারটিকেও চালু করতে হবে। এজন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর এয়ারড্রপ অপশনটি নির্বাচন করুন। এয়ারড্রপে সবার জন্য উন্মুক্ত অপশনটি চালু করে রাখতে হবে। তবে, ফোনটি আইওএস ১৭ এ আপডেট করা রয়েছে নাকি তা খেয়াল রাখতে হবে।
এখন কনট্যাক্ট ডিটেইলস শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. নিজের আইফোনটি আরেকজনের আইফোনের ওপর ধরে রাখুন।
২. সফল পেয়ারিং হলে দুজনের ডিভাইসই আলোকিত হবে ।
৩. ডিভাইস দুইটি রাখুন এবং দুই স্ক্রিনেই নেমড্রপ অপশনটি দেখা যাবে।
৪. কনটাক্ট শেয়ার বা রিসিভ অথবা একই সঙ্গে দুইটিই নির্বাচন করতে পারবেন।
৫. প্রক্রিয়াটি বাদ দিতে চাইলে কনটাক্ট শেয়ারের পূর্বেই দুইটি ডিভাইস দূরে রাখুন।
নেমড্রপ শুধুমাত্র নতুন কনট্যাক্টের জন্য কার্যকর হবে। আগের কনট্যাক্টগুলো আপডেট হবে না। ব্যবহারকারীরা সেটিংস থেকে নেমড্রপ ফিচারটি বন্ধ করতে পারবেন।সেটিংসের জেনারেলে এ গিয়ে এয়ারড্রপের ‘ Bringing Devices Together’ অপশনটি বন্ধ করতে হবে।
আইফোন ১৫ সিরিজসহ আইওএস ১৭ অপারেটিং সিস্টেমের অন্যতম ফিচার নেমড্রপ। এটি এয়ারড্রপের মত কাজ করে। এর মাধ্যমে একটি আইফোন আরেক আইফোনের কাছে রেখে কনট্যাক্ট ডিটেইলস শেয়ার করা যায়।
আইফোন ও অ্যাপলের ঘড়ি কাছাকাছি রেখেও এই ফিচার ব্যবহার করা যাবে। তবে ঘড়ির ক্ষেত্রে এই ফিচার এ বছরের শেষদিকে পাওয়া যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৩৬০ গ্যাজেটের প্রতিবেদন অনুসারে ফিচারটি ব্যবহারের ধাপগুলো তুলে ধরা হল।
নেমড্রপ ফিচার ব্যবহার করবেন যেভাবে
নেমড্রপ ফিচারটি ব্যবহারের জন্য আইফোনের এয়ারড্রপ ফিচারটিকেও চালু করতে হবে। এজন্য ফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর এয়ারড্রপ অপশনটি নির্বাচন করুন। এয়ারড্রপে সবার জন্য উন্মুক্ত অপশনটি চালু করে রাখতে হবে। তবে, ফোনটি আইওএস ১৭ এ আপডেট করা রয়েছে নাকি তা খেয়াল রাখতে হবে।
এখন কনট্যাক্ট ডিটেইলস শেয়ারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১. নিজের আইফোনটি আরেকজনের আইফোনের ওপর ধরে রাখুন।
২. সফল পেয়ারিং হলে দুজনের ডিভাইসই আলোকিত হবে ।
৩. ডিভাইস দুইটি রাখুন এবং দুই স্ক্রিনেই নেমড্রপ অপশনটি দেখা যাবে।
৪. কনটাক্ট শেয়ার বা রিসিভ অথবা একই সঙ্গে দুইটিই নির্বাচন করতে পারবেন।
৫. প্রক্রিয়াটি বাদ দিতে চাইলে কনটাক্ট শেয়ারের পূর্বেই দুইটি ডিভাইস দূরে রাখুন।
নেমড্রপ শুধুমাত্র নতুন কনট্যাক্টের জন্য কার্যকর হবে। আগের কনট্যাক্টগুলো আপডেট হবে না। ব্যবহারকারীরা সেটিংস থেকে নেমড্রপ ফিচারটি বন্ধ করতে পারবেন।সেটিংসের জেনারেলে এ গিয়ে এয়ারড্রপের ‘ Bringing Devices Together’ অপশনটি বন্ধ করতে হবে।
হোয়াটসঅ্যাপে ১০০ সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি করেছে ইসরায়েলি সংস্থা প্যারাগন সলিউশনস। মেটা-মালিকানাধীন এই ম্যাসেজিং অ্যাপের এক কর্মী জানিয়েছে, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অ্যাকাউন্ট ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে স্পাইওয়্যারের মাধ্যমে। তাদের ডিভাইসের নিরাপত্তা নিয়ে সতর্ক করা হয়েছে।
১ ঘণ্টা আগেযখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৭ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১ দিন আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
১ দিন আগে