ক্রীড়া ডেস্ক
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিলেন গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও।
৪২৯টি ম্যাচ খেলে এত দিন এই রেকর্ডটির মালিক ছিলেন রজার ফেদেরার। আজ অস্ট্রেলিয়ান ওপেনে পর্তুগালের অবাছাই জাইমে ফারিয়ার বিপক্ষে কোর্টে খেলে ফেদেরারকে পেছনে ফেলে ৪৩০টি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন জোকোভিচ।
রেকর্ড গড়ার ম্যাচটি জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে। ম্যাচ শেষে নতুন রেকর্ড গড়ার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আমি এই খেলাকে ভালোবাসি, ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ২০ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড স্লামে খেলছি। হারি কিংবা জিতি, কোর্টে আমি হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে সৌভাগ্যবান মনে করছি। গ্র্যান্ড স্লাম ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম শিরোপা আমাদের খেলাটায় বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এ (রেকর্ড গড়তে পেরে) নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
আরেক ম্যাচে কার্লোস আলকারাজ ৬-০, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। জিততে সময় নিয়েছেন মাত্র ৮১ মিনিট। জোকোর সঙ্গে এই স্প্যানিশ তারকাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড।
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিলেন গ্র্যান্ড স্লামের এককে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও।
৪২৯টি ম্যাচ খেলে এত দিন এই রেকর্ডটির মালিক ছিলেন রজার ফেদেরার। আজ অস্ট্রেলিয়ান ওপেনে পর্তুগালের অবাছাই জাইমে ফারিয়ার বিপক্ষে কোর্টে খেলে ফেদেরারকে পেছনে ফেলে ৪৩০টি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়লেন জোকোভিচ।
রেকর্ড গড়ার ম্যাচটি জোকোভিচ জিতেছেন ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে। ম্যাচ শেষে নতুন রেকর্ড গড়ার অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আমি এই খেলাকে ভালোবাসি, ভালোবাসি প্রতিদ্বন্দ্বিতাও। যখনই খেলতে নামি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ২০ বছরেরও বেশি সময় ধরে গ্র্যান্ড স্লামে খেলছি। হারি কিংবা জিতি, কোর্টে আমি হৃদয় নিংড়েই খেলি। আরেকটি রেকর্ড গড়তে পেরে সৌভাগ্যবান মনে করছি। গ্র্যান্ড স্লাম ম্যাচ এবং গ্র্যান্ড স্লাম শিরোপা আমাদের খেলাটায় বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এ (রেকর্ড গড়তে পেরে) নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
আরেক ম্যাচে কার্লোস আলকারাজ ৬-০, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। জিততে সময় নিয়েছেন মাত্র ৮১ মিনিট। জোকোর সঙ্গে এই স্প্যানিশ তারকাও নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
২ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৪ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৫ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৬ ঘণ্টা আগে