ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
ঢাকা: এবারের উইম্বলডন শুরুর পর থেকে সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটা হলো কোর্টে খেলোয়াড়দের হোঁচট খেয়ে পড়ে যাওয়া। উইম্বলডন কর্তৃপক্ষ অবশ্য বলছে কোর্ট সব সময় যেমন থাকে তেমনই আছে তবে এবারের আবহাওয়াটা একটু ভিন্ন। এই আবহাওয়ার ভিন্নতায় এমনটা হচ্ছে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই সার্ভ করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন সেরেনা উইলিয়ামস। পরে বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে নাম প্রত্যাহার করে নেন মার্কিন টেনিস তারকা। সেরেনার ম্যাচের ঘণ্টাখানেক আগে ছেলেদের ম্যাচেও একই ছবি। ফরাসি তারকা আদ্রিয়ান মানারিনোর টুর্নামেন্ট শেষ গেছে কোর্টে হোঁচট খেয়ে।
শুধু সেরেনা কিংবা মানারিনো নয় কোর্টে হোঁচট খেয়েছেন নোভাক জোকোভিচ। সেন্টার কোর্টে এই সার্বিয়ান তারকা পা পিছলে পড়ে গেছেন পাঁচবার। জোকার অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি। হোঁচট খাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেভিন আন্ডারসনকে হারিয়েছেন সরাসরি সেটে। কোর্টে খেলোয়াড়দের এমন হোঁচট খাওয়ার ঘটনায় চটেছেন নিক কিরগিওস। অস্ট্রেলিয়ান তারকা তো কোর্টে এটাকে 'তামাশা' হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন কোর্ট অনেক মন্থর।
অল ইংল্যান্ড ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি এভাবে দেখছে না। অল ইংল্যান্ড ক্লাবের সদস্য সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান টেনিস তারকা টিম হেনম্যান বলেছেন, ‘সবকিছুই খেলোয়াড়দের নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে। টুর্নামেন্ট শুরুর আগে কোর্টের প্রস্তুতির ব্যাপারে সব তথ্য-উপাত্তই আমাদের কাছে আছে। উইম্বলডন কর্তৃপক্ষ চেষ্টার কোনো ত্রুটি করেনি। আমরা আশা করছি আর কেউ চোটে পড়বে না। কোর্ট সব সময় যেমনটা থাকে তেমনই আছে।’
আপাতদৃষ্টিতে কোর্টে সমস্যা না দেখা গেলেও পিছলে যাওয়ার অন্যতম বড় কারণ আবহাওয়া, এমনটাই মনে করছেন উইম্বলডন কর্তৃপক্ষ। টিম হেনম্যান বলেছেন, 'আসল বিষয় হলো এই বছর আবহাওয়া একটু অন্যরকম। তবে আবহাওয়ার কারণে কোর্ট ভিজে যাওয়ার সুযোগ নেই। আবার এটাও ঠিক টুর্নামেন্ট শুরুর প্রথম দুই দিন ছাদ বন্ধ রাখা ছিল। স্যাঁতসেঁতে কোর্টে পিছলে পড়ে যাওয়ার পেছনে এটাই কারণ।’
এদিকে বরিস বেকারের চোখে কোর্টের তেমন কোনো সমস্যা নেই। তিনবারের উইম্বলডন জয়ী বেকার বলেছেন, ‘গত বছর উইম্বলডন না হওয়ায় প্রায় দুই বছর কোর্টে খেলা হয়নি। কোর্ট প্রায় ঠিকই আছে। যথেষ্ট সবুজ ও সতেজ।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে