Ajker Patrika

তিন মাস নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৬
ইয়ানিক সিনার। ছবি : এএফপি
ইয়ানিক সিনার। ছবি : এএফপি

ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে তিন মাস নিষিদ্ধ হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। যদিও গত আগস্টে তাঁকে নির্দোষ বলে রায় ঘোষণা করে একটি স্বাধীন ট্রাইব্যুনাল। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা)। পরে ওয়াডার সঙ্গে সমঝোতা করে তিন মাসের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মেনে নেন গত মাসে অস্ট্রেলিয়ান ওপেন জেতা সিনার। এই নিষেধাজ্ঞা অবশ্য গত ৯ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে, যা থাকবে আগামী ৪ মে পর্যন্ত। তাই ১৯ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন খেলতে কোনো অসুবিধা হবে না তাঁর।

এক বিবৃতিতে ওয়াডা জানায়, ‘সিনারের প্রতারণার কোনো উদ্দেশ্য ছিল না। নিষিদ্ধ সেই ওষুধটির (ক্লোস্টবোল) ফলে পারফরম্যান্সে কোনো বাড়তি সুবিধা পায়নি সে এবং সহযোগী সদস্যদের অবহেলার ফলে তার অজান্তেই এমনটা ঘটেছে।’

সিনার বলেন, ‘মামলাটি প্রায় এক বছর ধরে ঝুলে ছিল আমার এবং প্রক্রিয়া শেষ হতে এখনো অনেক সময় বাকি, হয়তো বছরের শেষে। আমি সবসময় স্বীকার করেছি যে, আমার দলের কাণ্ডের জন্য আমিই দায়ী। আমি বুঝতে পারছি, ওয়াডার কঠোর নীতিগুলো খেলার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এই কার্যক্রমের নিষ্পত্তির জন্য আমি ওয়াডার দেওয়া তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিয়েছি।’

২০২৪-এর মার্চ মাসে ডোপ টেস্টে সিনারের শরীরে নিষিদ্ধ ড্রাগ ক্লোস্টবলের আবরণ পাওয়া যায়। যার কারণে দুই বছরের নিষেধাজ্ঞার মুখে ছিলেন তিনি। কিন্তু একটি স্বাধীন ট্রাইব্যুনাল তাঁকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। সিনার এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন। অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু ডোপ টেস্টে পজিটিভ হওয়ার ভুতটি বারবারই তাড়া করছিল তাঁকে।

এদিকে নিষেধাজ্ঞার মাঝেই অনুশীলন শুরু করতে পারবেন সিনার। তবে সেজন্য তাঁকে ১৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত