ভারোত্তোলনের মতো কাজ, সেটিও কিনা এক পায়ে। এ–ও কি সম্ভব! শরীরের ভারসাম্য ধরে রেখে ১৬৬ কেজি ভার ওপরে তুলেই কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলে রাখেন লি ফাবিন। আর সেটিও কিনা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে। এই কৌশলেই গতকাল সোনা জিতেছেন চীনের এই ভারোত্তোলক।
ইতিহাসের পঞ্চম ভারোত্তোলক হিসেবে চতুর্থ সোনাজয়ের নজির গড়া চীনের লি ফাবিনের এটাই যে ট্রেডমার্ক স্টাইল, যার সাক্ষী হয়ে থাকল এবারের টোকিও অলিম্পিক। রবিবার প্রথম ক্লিন অ্যান্ড জার্কে পুরুষদের ৬১ কেজি বিভাগে ১৬৬ কেজি তোলেন চীনা ভারোত্তোলক। ভার তোলার পর কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলতে গিয়ে প্রায় ভারসাম্য হারিয়েই ফেলছিলেন ফাবিন। তবে সোনা জিততে সেটি বাধা হয়ে দাঁড়ায়নি।
ভারোত্তোলনে যেটি ‘ফ্লেমিঙ্গো লিফট’ নামে পরিচিত, সেই কৌশলেই কাল সোনা জিতে ফাবিন তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। লি ফাবিনের এই কাণ্ড দেখে দর্শক হাসতে থাকেন। ভার নামিয়ে তিনি নিজেও হাসেন। অভিনব কৌশলে সোনা জেতা ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক অন্যদেরও একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘরে বসে কেউ এই চেষ্টা করবেন না। অন্যদের সতর্কবার্তা দেওয়ার একটাই কারণ, কাজটি ঝুঁকিপূর্ণ। আর ফাবিন তো হুট করেই এমনটা করেননি। কঠোর অনুশীলনের পরেই এই ঝুঁকি নিয়ে সফল হয়েছেন।
এর আগে ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ‘স্টাইল’ দেখিয়েছিলেন ফাবিন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলাম। তবে প্রশিক্ষণের সময় আমি এটা অনুশীলন করছিলাম। আমি জানি, এটা দর্শকদের বিনোদন দেয়। তবে এ রকমটা করতে আমি বারণ করব। কারণ এতে গুরুতর চোটের আশঙ্কা থাকে। আমার শারীরিক কাঠামো ভালো এবং এটার ওপর আমি অনেক খেটেছি।’
ভারোত্তোলনের মতো কাজ, সেটিও কিনা এক পায়ে। এ–ও কি সম্ভব! শরীরের ভারসাম্য ধরে রেখে ১৬৬ কেজি ভার ওপরে তুলেই কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলে রাখেন লি ফাবিন। আর সেটিও কিনা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে। এই কৌশলেই গতকাল সোনা জিতেছেন চীনের এই ভারোত্তোলক।
ইতিহাসের পঞ্চম ভারোত্তোলক হিসেবে চতুর্থ সোনাজয়ের নজির গড়া চীনের লি ফাবিনের এটাই যে ট্রেডমার্ক স্টাইল, যার সাক্ষী হয়ে থাকল এবারের টোকিও অলিম্পিক। রবিবার প্রথম ক্লিন অ্যান্ড জার্কে পুরুষদের ৬১ কেজি বিভাগে ১৬৬ কেজি তোলেন চীনা ভারোত্তোলক। ভার তোলার পর কিছুক্ষণের জন্য ডান পা শূন্যে তুলতে গিয়ে প্রায় ভারসাম্য হারিয়েই ফেলছিলেন ফাবিন। তবে সোনা জিততে সেটি বাধা হয়ে দাঁড়ায়নি।
ভারোত্তোলনে যেটি ‘ফ্লেমিঙ্গো লিফট’ নামে পরিচিত, সেই কৌশলেই কাল সোনা জিতে ফাবিন তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। লি ফাবিনের এই কাণ্ড দেখে দর্শক হাসতে থাকেন। ভার নামিয়ে তিনি নিজেও হাসেন। অভিনব কৌশলে সোনা জেতা ২৮ বছর বয়সী এই ভারোত্তোলক অন্যদেরও একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঘরে বসে কেউ এই চেষ্টা করবেন না। অন্যদের সতর্কবার্তা দেওয়ার একটাই কারণ, কাজটি ঝুঁকিপূর্ণ। আর ফাবিন তো হুট করেই এমনটা করেননি। কঠোর অনুশীলনের পরেই এই ঝুঁকি নিয়ে সফল হয়েছেন।
এর আগে ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একই ‘স্টাইল’ দেখিয়েছিলেন ফাবিন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলছিলাম। তবে প্রশিক্ষণের সময় আমি এটা অনুশীলন করছিলাম। আমি জানি, এটা দর্শকদের বিনোদন দেয়। তবে এ রকমটা করতে আমি বারণ করব। কারণ এতে গুরুতর চোটের আশঙ্কা থাকে। আমার শারীরিক কাঠামো ভালো এবং এটার ওপর আমি অনেক খেটেছি।’
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
২০ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
১ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে