নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
খালেদের আগুনে বোলিংয়ে প্রথম দিনই বড্ড বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার নিয়েছেন ৬ উইকেট। সিলেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে। এখানে বিজয়ের স্কোরই ২০ রান। ২৯ বল খেলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আর জাকির ৯ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। দ্বিতীয় দিনে আজ ক্লার্ক, হে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খালেদ। ২১.২ ওভারে ৫৯ রানে খালেদ নিয়েছেন ৬ উইকেট। ৬ ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। স্বাগতিকেরা এখনো ২২৬ রানে পিছিয়ে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
খালেদের আগুনে বোলিংয়ে প্রথম দিনই বড্ড বেকায়দায় পড়ে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৩২ বছর বয়সী বাংলাদেশের এই পেসার নিয়েছেন ৬ উইকেট। সিলেটে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৫৬ রানে অলআউট হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করেছে। এখানে বিজয়ের স্কোরই ২০ রান। ২৯ বল খেলে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। আর জাকির ৯ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। দ্বিতীয় দিনে আজ ক্লার্ক, হে এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খালেদ। ২১.২ ওভারে ৫৯ রানে খালেদ নিয়েছেন ৬ উইকেট। ৬ ওভার মেডেন দিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। তবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ ওভার খেলা হওয়ার পর হানা দেয় বৃষ্টি। স্বাগতিকেরা এখনো ২২৬ রানে পিছিয়ে।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৫ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে