ক্রীড়া ডেস্ক
পেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
ইন্টার মায়ামি অবশ্য জয়ের সংজ্ঞাও ভুলে গিয়েছে। ৪ মে নিউইয়র্ক রেডবুলসকে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৪-১ গোলে হারিয়েছিল মায়ামি। এরপর ১০ মে মিনেসোটার কাছে ইন্টার মায়ামি হেরেছে ৪-১ গোলে। এই ম্যাচটিও এমএলএসের। আর আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এমএলএসে সান জোসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি।
ম্যাচে আজ শুরু থেকেই ইন্টার মায়ামি-সান জোস আর্থকোয়াকস আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। ৩ মিনিটেই ম্যাচের ফল ১-১ হয়ে যায়। যেখানে ম্যাচের প্রথম মিনিটে গোল করেন মায়ামি ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তাঁকে অ্যাসিস্ট করেন জর্দি আলবা। আর সমতাসূচক গোল ৩ মিনিটে করেন সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো। মায়ামি এরপর ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় দ্রুতই। ১৮ মিনিটে আলবার পাস রিসিভ করে ডান পায়ে শট নিতে যান মেসি। তবে গোলের কাছাকাছি গিয়েও মেসি লক্ষ্যভেদ করতে পারেননি।
৩১ মিনিটের সময় সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো মাঠ ছেড়ে চলে যান চোটের কারণে। তাঁর পরিবর্তে নামেন দলটির আরেক স্ট্রাইকার আমাল পেলেগ্রিনো। দ্রুতই সান জোস ২-১ গোলে এগিয়ে যায়। ৩৭ মিনিটে দলটির মিডফিল্ডার বিউ লিউরক্স গোলটি করেছেন। মেসি আরও একবার দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছেন। কিন্তু ৪০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট প্রতিহত করেন সান জোসের গোলরক্ষক দানিয়েল।
মেসির সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধের শেষের দিকে হয়েছে আরও দুই গোল। ৪৪ মিনিটে সমতাসূচক গোল করেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড তাদিও আলেন্দে। আর প্রথমার্ধ সান জোসে শেষ করে ৩-২ গোলে এগিয়ে থেকে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন সান জোস মিডফিল্ডার ইয়ান হার্কস। তাঁকে অ্যাসিস্ট করেন লিউরক্স।
৪৫ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি। সরাসরি ফ্রি কিক থেকে বাঁ পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই খেলোয়াড় বদল করে ইন্টার মায়ামি। ৪৬ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির পরিবর্তে মাঠে নামেন মায়ামির আরেক মিডফিল্ডার ব্যালতেসার রদ্রিগেজ। ফলও দ্রুত পায় ইন্টার মায়ামি। ৫২ মিনিটে রদ্রিগেজের পাস রিসিভ করে সমতাসূচক গোল করেন আলেন্দে। ম্যাচে এটা আলেন্দের দ্বিতীয় গোল।
রদ্রিগেজ অবশ্য বেশিক্ষণ খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ৬৩ মিনিটে নামেন অ্যালেন ওবান্দো। আর ৩-৩ গোলে সমতা হওয়ার পর দুই দল ধরে রাখে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল পরবর্তীতে হয়নি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মেসি মায়ামিকে জেতানোর সুযোগ পেলেও সান জোসের গোলরক্ষক দানিয়েল সেটা রুখে দিয়েছেন। সান জোসে-ইন্টার মায়ামি ম্যাচ ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে।
সান জোসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর ইন্টার মায়ামি অবস্থান করছে ইস্টার্ন কনফারেন্সের চার নম্বরে। ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে এখন মায়ামির পয়েন্ট ২২। ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ফিলাডেলফিয়া, কলম্বাস দুই দলেরই পয়েন্ট ২৬। পয়েন্ট তালিকার প্রথম দলই ১৩টি করে ম্যাচ খেলেছে।
পেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
ইন্টার মায়ামি অবশ্য জয়ের সংজ্ঞাও ভুলে গিয়েছে। ৪ মে নিউইয়র্ক রেডবুলসকে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৪-১ গোলে হারিয়েছিল মায়ামি। এরপর ১০ মে মিনেসোটার কাছে ইন্টার মায়ামি হেরেছে ৪-১ গোলে। এই ম্যাচটিও এমএলএসের। আর আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এমএলএসে সান জোসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি।
ম্যাচে আজ শুরু থেকেই ইন্টার মায়ামি-সান জোস আর্থকোয়াকস আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। ৩ মিনিটেই ম্যাচের ফল ১-১ হয়ে যায়। যেখানে ম্যাচের প্রথম মিনিটে গোল করেন মায়ামি ডিফেন্ডার ম্যাক্সিমিয়ানো ফ্যালকন। তাঁকে অ্যাসিস্ট করেন জর্দি আলবা। আর সমতাসূচক গোল ৩ মিনিটে করেন সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো। মায়ামি এরপর ব্যবধান কমানোর সুযোগ পেয়ে যায় দ্রুতই। ১৮ মিনিটে আলবার পাস রিসিভ করে ডান পায়ে শট নিতে যান মেসি। তবে গোলের কাছাকাছি গিয়েও মেসি লক্ষ্যভেদ করতে পারেননি।
৩১ মিনিটের সময় সান জোসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আরাঙ্গো মাঠ ছেড়ে চলে যান চোটের কারণে। তাঁর পরিবর্তে নামেন দলটির আরেক স্ট্রাইকার আমাল পেলেগ্রিনো। দ্রুতই সান জোস ২-১ গোলে এগিয়ে যায়। ৩৭ মিনিটে দলটির মিডফিল্ডার বিউ লিউরক্স গোলটি করেছেন। মেসি আরও একবার দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছেন। কিন্তু ৪০ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট প্রতিহত করেন সান জোসের গোলরক্ষক দানিয়েল।
মেসির সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধের শেষের দিকে হয়েছে আরও দুই গোল। ৪৪ মিনিটে সমতাসূচক গোল করেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড তাদিও আলেন্দে। আর প্রথমার্ধ সান জোসে শেষ করে ৩-২ গোলে এগিয়ে থেকে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন সান জোস মিডফিল্ডার ইয়ান হার্কস। তাঁকে অ্যাসিস্ট করেন লিউরক্স।
৪৫ মিনিটের পর অতিরিক্ত ৮ মিনিটে আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি। সরাসরি ফ্রি কিক থেকে বাঁ পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই খেলোয়াড় বদল করে ইন্টার মায়ামি। ৪৬ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির পরিবর্তে মাঠে নামেন মায়ামির আরেক মিডফিল্ডার ব্যালতেসার রদ্রিগেজ। ফলও দ্রুত পায় ইন্টার মায়ামি। ৫২ মিনিটে রদ্রিগেজের পাস রিসিভ করে সমতাসূচক গোল করেন আলেন্দে। ম্যাচে এটা আলেন্দের দ্বিতীয় গোল।
রদ্রিগেজ অবশ্য বেশিক্ষণ খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ৬৩ মিনিটে নামেন অ্যালেন ওবান্দো। আর ৩-৩ গোলে সমতা হওয়ার পর দুই দল ধরে রাখে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। তবে ফিনিশিংয়ের দুর্বলতা এবং প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল পরবর্তীতে হয়নি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মেসি মায়ামিকে জেতানোর সুযোগ পেলেও সান জোসের গোলরক্ষক দানিয়েল সেটা রুখে দিয়েছেন। সান জোসে-ইন্টার মায়ামি ম্যাচ ৩-৩ গোলের ড্রয়ে শেষ হয়েছে।
সান জোসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়ার পর ইন্টার মায়ামি অবস্থান করছে ইস্টার্ন কনফারেন্সের চার নম্বরে। ১২ ম্যাচে ৬ জয়, ৪ ড্র ও ২ পরাজয়ে এখন মায়ামির পয়েন্ট ২২। ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ফিলাডেলফিয়া, কলম্বাস দুই দলেরই পয়েন্ট ২৬। পয়েন্ট তালিকার প্রথম দলই ১৩টি করে ম্যাচ খেলেছে।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৯ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে