Ajker Patrika

থম্পসন-হেরা ২০০ মিটারে নতুন রেকর্ড গড়ে জিতলেন সোনা

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে। 

 ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো। 

থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্‌যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত