নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রীতি ম্যাচ হলেও ভুটান সফরটা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাছে। এর পেছনে বেশ কয়েকটি কারণও ছিল। এগুলোর অন্যতম কারণর্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটি হলে মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেত বাংলাদেশ। কিন্তু জামালদের সেই আশার গুড়ে বালি। প্রথম ম্যাচ টেনেটুনে জিতলেও দ্বিতীয় ম্যাচ বাজেভাবে হেরে যায় হাভিয়ের কাবরেরার দল।
যদিও এ বছরটাই তাদের খারাপ যাচ্ছে। এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে জয় মাত্র একটি। সেটিও ভুটানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর বেশির ভাগ আবার বাজেভাবে হেরেছে তারা। এই যেমন গত মার্চে ফিলিস্তিনের কাছে ৫ গোল হজম, এরপর জুনে লেবাননের সঙ্গে ৪ গোল খাওয়া। সবশেষ ভুটানেও সুবিধা করতে না পারা। ফুটবলবোদ্ধারা বলছেন, বাংলাদেশ মাঝে কয়েক মাস খেলার বাইরে থাকায় ভুটান সফরটা ভালো হয়নি। আবার কেউ বলছেন, এখনো গোছানো ফুটবলই খেলতে শেখেনি তারা! ভুটান সফরেও কিছুটা সময় ভালো, আবার কিছু সময় একেবারে এলোমেলো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে একেবারে ছন্নছাড়া দেখা গেছে দলকে। বিশেষ করে ম্যাচের একেবারে অন্তিম সময় রক্ষণভাগের ভুলেই গোল হজম করে বাংলাদেশ; যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।
‘ভালো খেলা’ প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সও পুরোপুরি খুশি করতে পারেনি সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে। যদিও তিনি দ্বিতীয় ম্যাচ দেখার সুযোগ পাননি। তবে প্রথম ম্যাচে দলের ভালোর সঙ্গে বাজে দিকটাও আজকের পত্রিকার কাছে তুলে ধরেছেন আসলাম। বললেন, ‘প্রথম ম্যাচ নিয়ে যদি বলি, আমরা শুরু থেকেই সতর্ক ছিলাম, দারুণভাবে গুছিয়ে ফুটবলও খেলেছে সবাই। সে জন্য দেখুন, গোলটাও পেতে দেরি হয়নি। মোরসালিন যে গোলটা করল, আমি বলব, এটা খুবই অসাধারণ ছিল। হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু ওই জায়গা থেকে সুযোগ পেয়ে কাজে লাগানো একেবারে সহজ নয়। সেদিক থেকে বলব, গোলটা সুন্দর ছিল।’ এরপর দলীয় পারফরম্যান্সের বাজে দিক নিয়েও বললেন, ‘পরে যেটা দেখলাম, আমি সেটাকে ফুটবল বলব না। তাদের মধ্যে কেন জানি অতি আত্মবিশ্বাসী একটা মনোভাব ছিল। দেখুন, ফুটবল তো ৯০ মিনিটের খেলা। আপনি শুরুতে ভালো করে পরে হাল ছেড়ে দিলেন কিংবা গা ছাড়া খেললেন, সেটা তো হয় না। আপনাকে প্রথম মিনিট থেকে একই ধারায় খেলতে হবে। হ্যাঁ, খেলার মাঝে ছন্দপতন হতে পারে, কিন্তু আপনাকে গোছানো ফুটবল খেলতেই হবে। ডিফেন্সটা ঠিকঠাক রাখতেই হবে। নতুবা আপনি ব্যাকফুটে চলে যাবেন। এসবে ঘাটতি থাকার কারণেই আর গোল হয়নি এবং বাংলাদেশের শেষটাও ভালো হয়নি।’
প্রীতি ম্যাচ হলেও ভুটান সফরটা বেশ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাছে। এর পেছনে বেশ কয়েকটি কারণও ছিল। এগুলোর অন্যতম কারণর্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটি হলে মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেত বাংলাদেশ। কিন্তু জামালদের সেই আশার গুড়ে বালি। প্রথম ম্যাচ টেনেটুনে জিতলেও দ্বিতীয় ম্যাচ বাজেভাবে হেরে যায় হাভিয়ের কাবরেরার দল।
যদিও এ বছরটাই তাদের খারাপ যাচ্ছে। এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে জয় মাত্র একটি। সেটিও ভুটানের বিপক্ষে। বাকি ম্যাচগুলোর বেশির ভাগ আবার বাজেভাবে হেরেছে তারা। এই যেমন গত মার্চে ফিলিস্তিনের কাছে ৫ গোল হজম, এরপর জুনে লেবাননের সঙ্গে ৪ গোল খাওয়া। সবশেষ ভুটানেও সুবিধা করতে না পারা। ফুটবলবোদ্ধারা বলছেন, বাংলাদেশ মাঝে কয়েক মাস খেলার বাইরে থাকায় ভুটান সফরটা ভালো হয়নি। আবার কেউ বলছেন, এখনো গোছানো ফুটবলই খেলতে শেখেনি তারা! ভুটান সফরেও কিছুটা সময় ভালো, আবার কিছু সময় একেবারে এলোমেলো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে একেবারে ছন্নছাড়া দেখা গেছে দলকে। বিশেষ করে ম্যাচের একেবারে অন্তিম সময় রক্ষণভাগের ভুলেই গোল হজম করে বাংলাদেশ; যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।
‘ভালো খেলা’ প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সও পুরোপুরি খুশি করতে পারেনি সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে। যদিও তিনি দ্বিতীয় ম্যাচ দেখার সুযোগ পাননি। তবে প্রথম ম্যাচে দলের ভালোর সঙ্গে বাজে দিকটাও আজকের পত্রিকার কাছে তুলে ধরেছেন আসলাম। বললেন, ‘প্রথম ম্যাচ নিয়ে যদি বলি, আমরা শুরু থেকেই সতর্ক ছিলাম, দারুণভাবে গুছিয়ে ফুটবলও খেলেছে সবাই। সে জন্য দেখুন, গোলটাও পেতে দেরি হয়নি। মোরসালিন যে গোলটা করল, আমি বলব, এটা খুবই অসাধারণ ছিল। হয়তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু ওই জায়গা থেকে সুযোগ পেয়ে কাজে লাগানো একেবারে সহজ নয়। সেদিক থেকে বলব, গোলটা সুন্দর ছিল।’ এরপর দলীয় পারফরম্যান্সের বাজে দিক নিয়েও বললেন, ‘পরে যেটা দেখলাম, আমি সেটাকে ফুটবল বলব না। তাদের মধ্যে কেন জানি অতি আত্মবিশ্বাসী একটা মনোভাব ছিল। দেখুন, ফুটবল তো ৯০ মিনিটের খেলা। আপনি শুরুতে ভালো করে পরে হাল ছেড়ে দিলেন কিংবা গা ছাড়া খেললেন, সেটা তো হয় না। আপনাকে প্রথম মিনিট থেকে একই ধারায় খেলতে হবে। হ্যাঁ, খেলার মাঝে ছন্দপতন হতে পারে, কিন্তু আপনাকে গোছানো ফুটবল খেলতেই হবে। ডিফেন্সটা ঠিকঠাক রাখতেই হবে। নতুবা আপনি ব্যাকফুটে চলে যাবেন। এসবে ঘাটতি থাকার কারণেই আর গোল হয়নি এবং বাংলাদেশের শেষটাও ভালো হয়নি।’
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
১৩ মিনিট আগেআক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
১ ঘণ্টা আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হতে বাকি এখনো তিন বছর। তবে ক্রিকেট যেহেতু দীর্ঘদিন পর অলিম্পিকে ফিরছে, সেটা নিয়ে আগ্রহ তো অনেকেরই রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে স্বচ্ছতা চাইছে।
২ ঘণ্টা আগেসিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তাঁর ক্লাব ওলবিয়া কালসিও।
২ ঘণ্টা আগে