Ajker Patrika

সাবিনাদের ছাড়াই আমিরাতের বিপক্ষে দল ঘোষণা

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৩
দলে জায়গা পেয়েছেন কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত ও হালিমা আক্তার। ছবি: ভিডিও থেকে নেওয়া
দলে জায়গা পেয়েছেন কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত ও হালিমা আক্তার। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমিতভাবেই এই দলে জায়গা পাননি সাবিনা খাতুনসহ বিদ্রোহী ১৮ ফুটবলার। কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান ঘটিয়ে বিশ্রাম চেয়েছেন তাঁরা।

গত বছরের অক্টোবরে সাফ জয়ের পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ হবে ম্যাচ দুটো। বাংলাদেশ দল আমিরাতে পা রাখবে ২৪ ফেব্রুয়ারি।

২৩ জনের দলে সবশেষ সাফজয়ী দলের ৭ ফুটবলার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন— ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন ও শাহেদা আক্তার রিপা। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ১০ ফুটবলার।

দল নিয়ে কোচ পিটার বাটলার বলেন, ‘দলটা তরুণ ও অনভিজ্ঞ। তাদের গেম টাইম প্রয়োজন। তারা ভুল করবে। সবারই ভুল হয়। সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে তারা।’

বাংলাদেশ দল:

গোলকিপার: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়।

ডিফেন্ডার: কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, মরিয়ম বিনতে হান্না।

মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার, বন্যা খাতুন।

ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও নবিরন খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত