Ajker Patrika

শেষের ঝলকে ভুটানকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ১০
শেষের ঝলকে ভুটানকে হারাল বাংলাদেশ

হাতে অল্প সময়। সমতা ফিরিয়ে তখন বাংলাদেশের পয়েন্ট কাড়ার হুমকি দিচ্ছিল ভুটান। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন বদলি খেলোয়াড় আশরাফুল হক আসিফ। তাঁর গোলেই গত রাতে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে এটি লাল-সবুজের প্রথম জয়। 

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে ৪ পয়েন্টে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে যুবারা। ছয় গ্রুপের বাছাইপর্ব থেকে গ্রুপ-সেরারা খেলবে মূল পর্বে। সেরা পাঁচ রানার্সআপও পাবে মূল পর্বের টিকিট। বাংলাদেশের চোখ সেদিকেই। আগামী শুক্রবার নেপালকে হারাতে পারলে সেই লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন তানভীর হোসেনরা। 

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভুটান। গত রাতে শেখ আলী বিন মুহাম্মদ খলিফা স্টেডিয়ামে সেই দলটার বিপক্ষে বেশ চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ যুবারা। সাফল্য এসেছে ৩৩ মিনিটে। উইঙ্গার রফিকুল ইসলামের নিখুঁত পাস থেকে পিয়াস আহমেদ নোভার প্লেসিং শটে এগিয়ে যায় বাংলাদেশ। ৬০ মিনিটে সেই গোল শোধ দিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছিল ভুটান। সতীর্থের পাসে বদলি নেমে সান্তা কুমার লিম্বু খেলায় ফেরান ভুটানকে। সেই গোলে যখন অমীমাংসিত সমাপ্তির পথে ম্যাচ, তখনই আসিফের গোল। ফলে পূর্ণ পয়েন্টের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত