ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্যটাই বলে দেয় বাংলাদেশ নারী ফুটবল দলের চেয়ে কতটা শক্তিশালী চায়নিজ তাইপে। বাংলাদেশের ১৪০ নম্বরের বিপরীতে চায়নিজ তাইপের র্যাঙ্কিং ৪০। আজ প্রীতি ম্যাচের খেলায়ও ১০০ ব্যবধানের সেই পার্থক্যর প্রমাণ পাওয়া গেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে।
বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমে চায়নিজ তাইপের কাছে ৪-০ গোলে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় অতিথিরা। তার ফলও দ্রুত পায় তারা। ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় চীনা তাইপের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেন সু ইউ-সুয়ান।
চায়নিজ তাইপকে গোল উদ্যাপনের প্রথম উপলক্ষ এনে দেন সু ইউ-সুয়ান। ১২ মিনিটে টিং চিয়া-ইংয়ের পাস থেকে বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমাকে সহজেই পরাস্ত করেন এই ফরোয়ার্ড। ৬ মিনিট পর আবারও উদ্যাপনে মেতে উঠে চায়নিজ তাইপে। কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে দেন সু সিন ইউন। আর বিরতিতে যাওয়ার আগে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সু ইউ।
২৬ মিনিটে ই-ইউনের নেওয়া ফ্রি কিক ফাঁকায় দাঁড়িয়ে পেয়ে বলকে আলতো টোকায় জালে জড়িয়ে দেন সু ইউ। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করা বাংলাদেশ ফিরতে পারেনি মারিয়া মান্দা-কৃষ্ণা রানীদের ছাড়া খেলতে নেমে। ম্যাচের ৬২ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও মনিকা চাকমার ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। উল্টো এর আগে ৫৫ মিনিটে চতুর্থ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ই-ওয়েন লির শট ক্রসবারে লেগে ফিরলে ফিরতি সুযোগে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন সু ইউ। আর তাতেই হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় তাঁর।
এতে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। নতুন কোচ জেমস বাটলারের অধ্যায়টাও শুরু হলো হার দিয়ে। আগামী ৩ জুন বসুন্ধরা কিংসেই দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ফিফা র্যাঙ্কিংয়ের পার্থক্যটাই বলে দেয় বাংলাদেশ নারী ফুটবল দলের চেয়ে কতটা শক্তিশালী চায়নিজ তাইপে। বাংলাদেশের ১৪০ নম্বরের বিপরীতে চায়নিজ তাইপের র্যাঙ্কিং ৪০। আজ প্রীতি ম্যাচের খেলায়ও ১০০ ব্যবধানের সেই পার্থক্যর প্রমাণ পাওয়া গেছে বসুন্ধরা কিংস অ্যারেনাতে।
বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমে চায়নিজ তাইপের কাছে ৪-০ গোলে উড়ে গেছে বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় অতিথিরা। তার ফলও দ্রুত পায় তারা। ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় চীনা তাইপের মেয়েরা। ম্যাচে হ্যাটট্রিক করেন সু ইউ-সুয়ান।
চায়নিজ তাইপকে গোল উদ্যাপনের প্রথম উপলক্ষ এনে দেন সু ইউ-সুয়ান। ১২ মিনিটে টিং চিয়া-ইংয়ের পাস থেকে বাংলাদেশি গোলরক্ষক রুপনা চাকমাকে সহজেই পরাস্ত করেন এই ফরোয়ার্ড। ৬ মিনিট পর আবারও উদ্যাপনে মেতে উঠে চায়নিজ তাইপে। কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে দেন সু সিন ইউন। আর বিরতিতে যাওয়ার আগে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন সু ইউ।
২৬ মিনিটে ই-ইউনের নেওয়া ফ্রি কিক ফাঁকায় দাঁড়িয়ে পেয়ে বলকে আলতো টোকায় জালে জড়িয়ে দেন সু ইউ। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করা বাংলাদেশ ফিরতে পারেনি মারিয়া মান্দা-কৃষ্ণা রানীদের ছাড়া খেলতে নেমে। ম্যাচের ৬২ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও মনিকা চাকমার ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। উল্টো এর আগে ৫৫ মিনিটে চতুর্থ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ই-ওয়েন লির শট ক্রসবারে লেগে ফিরলে ফিরতি সুযোগে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন সু ইউ। আর তাতেই হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় তাঁর।
এতে প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। নতুন কোচ জেমস বাটলারের অধ্যায়টাও শুরু হলো হার দিয়ে। আগামী ৩ জুন বসুন্ধরা কিংসেই দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস এন্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
২৫ মিনিট আগেছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগে