নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাফুফের পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু কদিন আগে তড়িঘড়ি করে দলবদল শেষ করা ক্লাবগুলো এখনো পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে পারেনি। সে জন্য বেশির ভাগ ক্লাবই নভেম্বরে মৌসুম শুরু করতে চায়।
এরই মধ্যে দর্শকনন্দিত দুই ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান ৬ সপ্তাহ সময় চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছে। শুধু এই দুই ক্লাবই নয়, অক্টোবরের শুরুর দিকে মৌসুম শুরুর বিপক্ষে আরও কয়েকটি ক্লাব। অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় থাকা চট্টগ্রাম আবাহনীও লম্বা সময় চেয়ে বাফুফেতে বার্তা পাঠিয়েছে।
ক্লাবগুলোর এমন দাবির মুখে নড়েচড়ে বসেছে পেশাদার লিগ কমিটি। আগামীকাল শনিবার জরুরি বৈঠক ডেকেছে তারা। যেখানে অংশ নেওয়ার কথা ২০২৪-২৫ মৌসুমের প্রতিযোগী দলগুলোর। বিষয়টি নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। শনিবারের মিটিংয়ে বিষয়টির মীমাংসা হবে বলে আশাবাদী তিনি, ‘আমরা এ বিষয়টি নিয়ে শনিবার বসব। আশা করি ওই দিন মিটিংয়ে সব ক্লাবের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্য দলগুলোর চেয়ে বেশি সংকটে চট্টগ্রাম আবাহনী। স্পনসর জটিলতা এখনো কাটেনি বন্দর নগরীর ক্লাবটির। এক মৌসুম ঠিকভাবে চালাতে প্রায় আড়াই কোটি টাকা দরকার তাদের। এই বিশাল অঙ্কের অর্থের জোগান দিতে নিয়মিত দৌড়ঝাঁপ করছেন দুঃসময়ে ক্লাবের হাল ধরা সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা তো জানেন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি স্পনসর ঠিক করতে। যাদের কাছেই যাচ্ছি, সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে। কেউ কিন্তু না করছে না। তবে যেটা হলো, সবাই সময় চাচ্ছে। এখন তাড়াহুড়ো করে তো এটা করা যাবে না। তারাও আমাদের এভাবে বড় আর্থিক সহায়তা দেবে না। তবে আমরা আশাবাদী।’
ফর্টিস এফসিরও চাওয়া কয়েকটা দিন সময় পেলে খেলোয়াড়দের পুরোপুরি প্রস্তুত করা যাবে। পাশাপাশি লিগ কমিটির দ্রুত মাঠে ফুটবল ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘দেশের এই প্রেক্ষাপটে লিগ কমিটি চাচ্ছে খেলাটা দ্রুত শুরু করতে। এটা আমার মনে হয় ভালো উদ্যোগ। অবশ্য বাস্তবতা বিচার করলে একটা মৌসুম শুরুর আগে অন্তত ৬ সপ্তাহ প্রস্তুতি দরকার। এটা না হলে ইনজুরির শঙ্কাটা বাড়ে।’
ফুটবলে প্রস্তুতিটা জরুরি। এটা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম তো জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক ভুটান সফরের ফলাফলটাকেও সামনে এনেছেন। সেখানে জামালদের খারাপ করার জন্য দুই-তিন মাস খেলার বাইরে থাকা, পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়াটাকে দায়ী করছেন তিনি, ‘আমাদের খেলোয়াড়েরা তো অনুশীলনের সময়ই পায়নি। আপনি ভুটানে রেজাল্ট দেখেন। দুই-তিন মাস খেলার বাইরে ছিল সবাই। এর একটা প্রভাব কিন্তু পড়েছে। তাই আমরা সময় চেয়েছি। কারণ আমাদেরও দলটা প্রস্তুত করতে হবে।’
আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও অক্টোবরে মাঠে নামতে রাজি নয়। তারাও খুব করে চাইছে, আরও কিছুদিন পর শুরু হোক ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন ক্লাবটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, ‘শনিবার সভা ডেকেছে লিগ কমিটি। আমরা সেখানে খেলা পিছিয়ে দেওয়ার জন্য বলব। দেখুন, সব ক্লাবের গোছানোরও একটা বিষয় আছে। এক-দুইটা ক্লাব নিয়ে চিন্তা করলে তো হবে না।’
বাফুফের পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হওয়ার কথা ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। কিন্তু কদিন আগে তড়িঘড়ি করে দলবদল শেষ করা ক্লাবগুলো এখনো পুরোপুরি নিজেদের গুছিয়ে নিতে পারেনি। সে জন্য বেশির ভাগ ক্লাবই নভেম্বরে মৌসুম শুরু করতে চায়।
এরই মধ্যে দর্শকনন্দিত দুই ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান ৬ সপ্তাহ সময় চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছে। শুধু এই দুই ক্লাবই নয়, অক্টোবরের শুরুর দিকে মৌসুম শুরুর বিপক্ষে আরও কয়েকটি ক্লাব। অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় থাকা চট্টগ্রাম আবাহনীও লম্বা সময় চেয়ে বাফুফেতে বার্তা পাঠিয়েছে।
ক্লাবগুলোর এমন দাবির মুখে নড়েচড়ে বসেছে পেশাদার লিগ কমিটি। আগামীকাল শনিবার জরুরি বৈঠক ডেকেছে তারা। যেখানে অংশ নেওয়ার কথা ২০২৪-২৫ মৌসুমের প্রতিযোগী দলগুলোর। বিষয়টি নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা হয় লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের। শনিবারের মিটিংয়ে বিষয়টির মীমাংসা হবে বলে আশাবাদী তিনি, ‘আমরা এ বিষয়টি নিয়ে শনিবার বসব। আশা করি ওই দিন মিটিংয়ে সব ক্লাবের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
অন্য দলগুলোর চেয়ে বেশি সংকটে চট্টগ্রাম আবাহনী। স্পনসর জটিলতা এখনো কাটেনি বন্দর নগরীর ক্লাবটির। এক মৌসুম ঠিকভাবে চালাতে প্রায় আড়াই কোটি টাকা দরকার তাদের। এই বিশাল অঙ্কের অর্থের জোগান দিতে নিয়মিত দৌড়ঝাঁপ করছেন দুঃসময়ে ক্লাবের হাল ধরা সাবেক তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা তো জানেন। আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি স্পনসর ঠিক করতে। যাদের কাছেই যাচ্ছি, সবাই ইতিবাচক সাড়া দিচ্ছে। কেউ কিন্তু না করছে না। তবে যেটা হলো, সবাই সময় চাচ্ছে। এখন তাড়াহুড়ো করে তো এটা করা যাবে না। তারাও আমাদের এভাবে বড় আর্থিক সহায়তা দেবে না। তবে আমরা আশাবাদী।’
ফর্টিস এফসিরও চাওয়া কয়েকটা দিন সময় পেলে খেলোয়াড়দের পুরোপুরি প্রস্তুত করা যাবে। পাশাপাশি লিগ কমিটির দ্রুত মাঠে ফুটবল ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘দেশের এই প্রেক্ষাপটে লিগ কমিটি চাচ্ছে খেলাটা দ্রুত শুরু করতে। এটা আমার মনে হয় ভালো উদ্যোগ। অবশ্য বাস্তবতা বিচার করলে একটা মৌসুম শুরুর আগে অন্তত ৬ সপ্তাহ প্রস্তুতি দরকার। এটা না হলে ইনজুরির শঙ্কাটা বাড়ে।’
ফুটবলে প্রস্তুতিটা জরুরি। এটা নিয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম তো জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক ভুটান সফরের ফলাফলটাকেও সামনে এনেছেন। সেখানে জামালদের খারাপ করার জন্য দুই-তিন মাস খেলার বাইরে থাকা, পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়াটাকে দায়ী করছেন তিনি, ‘আমাদের খেলোয়াড়েরা তো অনুশীলনের সময়ই পায়নি। আপনি ভুটানে রেজাল্ট দেখেন। দুই-তিন মাস খেলার বাইরে ছিল সবাই। এর একটা প্রভাব কিন্তু পড়েছে। তাই আমরা সময় চেয়েছি। কারণ আমাদেরও দলটা প্রস্তুত করতে হবে।’
আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানও অক্টোবরে মাঠে নামতে রাজি নয়। তারাও খুব করে চাইছে, আরও কিছুদিন পর শুরু হোক ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন ক্লাবটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, ‘শনিবার সভা ডেকেছে লিগ কমিটি। আমরা সেখানে খেলা পিছিয়ে দেওয়ার জন্য বলব। দেখুন, সব ক্লাবের গোছানোরও একটা বিষয় আছে। এক-দুইটা ক্লাব নিয়ে চিন্তা করলে তো হবে না।’
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৪০ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে