মৃত্যুর হুমকি পেয়ে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তেই বাধ্য হলেন চেলসি ও আর্সেনালের সাবেক উইঙ্গার উইলিয়ান। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের সঙ্গ আগেভাগে চুক্তি শেষ করেছেন ব্রাজিলিয়ান তারকা।
উইলিয়ান জানান, সামাজিক মাধ্যমে তারঁ পরিবার ও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত জুনে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে দ্রুতই পদক্ষেপ নিয়ে ২১ বছর বয়সী এক সমর্থককে গ্রেপ্তারও করে ব্রাজিলের পুলিশ। কিন্তু এরপরও করিন্থিয়ানসে থাকা নিরাপদ মনে করছেন না উইলিয়ান। এদিকে তাঁর প্রিমিয়ার লিগে ফেরারও জোর গুঞ্জন চলছে। ফুলহামের সঙ্গে চুক্তি করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।
মৃত্যুর হুমকি পাওয়া প্রসঙ্গে গ্লোবো এস্পোর্তো ওয়েবসাইটকে উইলিয়ান বলেন, ‘যখন করিন্থিয়ানস হারে এবং আমি ভালো খেলি না, আমার পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হয় এবং তাদের সামাজিক মাধ্যমে অপমান করা হয়। আমার স্ত্রী, সন্তানের পর সম্প্রতি তারা আমার বাবা ও বোনকে আক্রমণ করা শুরু করেছে।’
উইলিয়ানের চুক্তি শেষ করার প্রসঙ্গে করিন্থিয়ানসের প্রেসিডেন্ট দুইলিও মন্তেইরো আলভেস বলেন, ‘উইলিয়ান আমাদের কাছে তাঁর চুক্তি সমাপ্ত করতে অনুরোধ করেন। আমরা তাঁকে আর না পাওয়ায় দুঃখিত এবং আরও বিষয় হচ্ছে এটি আমাদের প্রত্যাশা মতো হয়নি।’
গত মৌসুমে আর্সেনাল ছেড়ে করিন্থিয়ানসে ফেরেন উইলিয়ান। ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে ৪৫ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। গত ৯ ম্যাচের মধ্যে করিন্থিয়ানস ৫ ম্যাচ হেরেছে। গত বুধবার ঘরোয়া প্রতিদ্বন্দ্বী ফ্লেমেঙ্গোর বিপক্ষে কোপা লিবার্তোদোরেসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে খেলেন উইলিয়ান। এটিই হয়ে থাকল ব্রাজিলিয়ান দলটির হয়ে তাঁর শেষ ম্যাচ।
মৃত্যুর হুমকি পেয়ে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তেই বাধ্য হলেন চেলসি ও আর্সেনালের সাবেক উইঙ্গার উইলিয়ান। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের সঙ্গ আগেভাগে চুক্তি শেষ করেছেন ব্রাজিলিয়ান তারকা।
উইলিয়ান জানান, সামাজিক মাধ্যমে তারঁ পরিবার ও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত জুনে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে দ্রুতই পদক্ষেপ নিয়ে ২১ বছর বয়সী এক সমর্থককে গ্রেপ্তারও করে ব্রাজিলের পুলিশ। কিন্তু এরপরও করিন্থিয়ানসে থাকা নিরাপদ মনে করছেন না উইলিয়ান। এদিকে তাঁর প্রিমিয়ার লিগে ফেরারও জোর গুঞ্জন চলছে। ফুলহামের সঙ্গে চুক্তি করতে পারেন ব্রাজিলিয়ান তারকা।
মৃত্যুর হুমকি পাওয়া প্রসঙ্গে গ্লোবো এস্পোর্তো ওয়েবসাইটকে উইলিয়ান বলেন, ‘যখন করিন্থিয়ানস হারে এবং আমি ভালো খেলি না, আমার পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া হয় এবং তাদের সামাজিক মাধ্যমে অপমান করা হয়। আমার স্ত্রী, সন্তানের পর সম্প্রতি তারা আমার বাবা ও বোনকে আক্রমণ করা শুরু করেছে।’
উইলিয়ানের চুক্তি শেষ করার প্রসঙ্গে করিন্থিয়ানসের প্রেসিডেন্ট দুইলিও মন্তেইরো আলভেস বলেন, ‘উইলিয়ান আমাদের কাছে তাঁর চুক্তি সমাপ্ত করতে অনুরোধ করেন। আমরা তাঁকে আর না পাওয়ায় দুঃখিত এবং আরও বিষয় হচ্ছে এটি আমাদের প্রত্যাশা মতো হয়নি।’
গত মৌসুমে আর্সেনাল ছেড়ে করিন্থিয়ানসে ফেরেন উইলিয়ান। ক্লাবটির হয়ে দ্বিতীয় মেয়াদে ৪৫ ম্যাচ খেলে মাত্র এক গোল করেছেন তিনি। গত ৯ ম্যাচের মধ্যে করিন্থিয়ানস ৫ ম্যাচ হেরেছে। গত বুধবার ঘরোয়া প্রতিদ্বন্দ্বী ফ্লেমেঙ্গোর বিপক্ষে কোপা লিবার্তোদোরেসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে খেলেন উইলিয়ান। এটিই হয়ে থাকল ব্রাজিলিয়ান দলটির হয়ে তাঁর শেষ ম্যাচ।
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
৬ মিনিট আগেবাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১১ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১১ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১৩ ঘণ্টা আগে