Ajker Patrika

কটূক্তির শিকার হলে ফুটবলারদের পাশে থাকবে বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ২৩: ৫৭
অনুশীলনে জাতীয় দলের ফুটবলাররা। ফাইল ছবি
অনুশীলনে জাতীয় দলের ফুটবলাররা। ফাইল ছবি

বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে; যা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা সাইবার, জার্নালিস্ট, সমর্থক অথবা অন্যান্য যেকোনোভাবে কটূক্তির শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

পরে অবশ্য সাংবাদিক ও সমর্থক শব্দটি ফেলে দিয়ে সংশোধনী দিয়েছে বাফুফে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা যেকোনো সাইবার বুলিংয়ের শিকার হলে বাফুফে কর্তৃক সে সকল খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

এর আগে জাতীয় দল কমিটির সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফেসবুকে অনেক সময় দেখা যাচ্ছে, খেলোয়াড়দের ট্রল করা হয়। তাদের গালিগালাজ করা হয় অকথ্য ভাষায়। এগুলো খেলোয়াড়দের মানসিক চাপে ফেলে। এ ধরনের কিছু হলে ফেডারেশন খেলোয়াড়দের পাশে থাকবে।’

১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ৩১ মে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রীতিম্যাচও খেলবে বাংলাদেশ। এদিকে সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছে বাফুফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত