Ajker Patrika

জানা গেল আবাহনী-বসুন্ধরার অমীমাংসিত ফাইনালের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফেডারেশন কাপের অমীমাংসিত ফাইনাল হবে ২৯ এপ্রিল। ছবি: সংগৃহীত
ফেডারেশন কাপের অমীমাংসিত ফাইনাল হবে ২৯ এপ্রিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।

ম্যাচের বাকি অংশের সূচি ঠিক করতেই আজ জরুরি সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। সভা শেষে লিগ কমিটির ভাইস চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানায়, আগামী ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় হবে ফেডারেশন কাপ ফাইনালের বাকি অংশ। ভেন্যু সেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। ১৫ মিনিটের খেলা শেষে দুই দল সমতায় থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

গতকাল ১০৫ মিনিট শেষে ১-১ সমতায় ছিল দুই দল। গোল দুটি অবশ্য নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে হয়েছে। ষষ্ঠ মিনিটে সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে হুয়ান লেসকানোর গোলে এগিয়ে যায় বসুন্ধরা। কিন্তু ম্যাচের ১৫ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম। এমেকা ওগবুহর চুলচেরা পাসে টোকা মেরে জাল কাঁপান তিনি। ঝড়ের কারণে এক ঘণ্টা ১০ মিনিট বন্ধ থাকে খেলা। পরে ভেজা মাঠে খেলা শুরু হলেও আর কোনো গোল হয়নি। তবে ১০২ মিনিটের মাথায় ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা।

স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকার কারণে ১০৫ মিনিটের পর রেফারি খেলা চালানো আর সম্ভব মনে করেননি। আবাহনী অবশ্য খেলতে চেয়েছিল। তবে রেফারির সিদ্ধান্ত খুশিমনে মেনে নিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত