Ajker Patrika

‘দোষ শান্তর একার নয়, জিম্বাবুয়ের কাছে হার পুরো বাংলাদেশের পরাজয়’

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে। ছবি: বিসিবি
জিম্বাবুয়ের কাছে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ৩ উইকেটে। ছবি: বিসিবি

‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।

সিলেটে গতকাল শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে হারের পর দায়টা নিজের কাঁধেই তুলে নিয়েছেন শান্ত। বাজে শট খেলে আউট হওয়ার অনুশোচনা সংবাদ সম্মেলনে করেছেন বাংলাদেশ অধিনায়ক। তবে রুবেল হোসেন দায়টা পুরোপুরি শান্তর ওপর দিতে চান না। জিম্বাবুয়ের কাছে হারের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল গত রাতে লিখেছেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে হারাটা খুবই কষ্টদায়ক। শান্ত তার নিজের ঘাড়ে সমস্ত দোষ নিয়ে নিলেন। কিন্তু এই পরাজয় পুরো দলের।’

৩ উইকেটের হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। এই টেস্ট সামনে রেখে শান্তকে মানসিকভাবে শক্ত হতে বলেছেন রুবেল। ফেসবুকে রুবেল লিখেছেন, ‘শক্ত হও ভাই। ইনশা আল্লাহ চট্টগ্রাম টেস্টে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’ ৩৫ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বাক্যের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন।

বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের সবশেষ ১০ টেস্টের মধ্যে ৮টিতে হেরেছিল জিম্বাবুয়ে। সিলেটে গতকাল চার দিনে শেষ হওয়া টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৪ বছর পর টেস্টে জিতল জিম্বাবুয়ে। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ৭ বছরের অচলায়তনও ভাঙল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট জিম্বাবুয়ে জিতেছিল ২০১৮ সালে। এই সিলেটেই ৭ বছর আগে আফ্রিকা মহাদেশের এই দল জিতেছিল ১৫১ রানে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত