Ajker Patrika

বড় জয় দিয়ে শেষের আশা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১০
বড় জয় দিয়ে শেষের আশা বাংলাদেশের

প্রথম ম্যাচ জেতার পর উত্তঙ্গু আত্মবিশ্বাস বাংলাদেশের ফুটবলারদের। ভাবটা এমন—‘এখন আর পায় কে!’ তবে প্রতিপক্ষ ভুটানও বসে নেই। প্রথম ম্যাচে হারের তিক্ততা ভুলে তারাও চাইছে জয়ে শেষ করতে। বাংলাদেশ অবশ্য শুধু জয় নিয়েই ভাবছে না, লক্ষ্য দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় জয়। অর্থাৎ আগের ম্যাচে এক গোলে জয়ের মতো আজ থিম্পুতে তেমন কিছু হোক, চান না সফরকারী ফুটবলাররা। সবাই যাতে মুগ্ধ হয়, যাতে মন ভরে যায়, এমন ফুটবলই উপহার দিতে চান মোরসালিনরা। যদিও এই ম্যাচে পাওয়া যাবে না প্রথম ম্যাচে চোট পাওয়া রাকিবকে। 

ম্যাচ সেই থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে, যেখানে দাঁড়ালেই স্বাভাবিক নিশ্বাস নিতে কষ্ট হয়। বেশি দৌড়ালে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আগের ম্যাচেও বেশ ভুগেছিল বাংলাদেশ। যদিও নিজেদের ঘরে খেলে অভ্যস্ত ভুটানের সমস্যা খুব একটা হয়নি। আর সেই মাঠেই বড় জয়ের খোঁজে নামবে হাভিয়ের কাবরেরার দল। অবশ্য ম্যাচের আগে আজকের পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলের অন্যতম তারকা খেলোয়াড় শেখ মোরসালিন জানিয়েছেন, কঠিন হলেও কন্ডিশনটা তাঁদের অনেকখানি পড়া হয়ে গেছে, ‘এই কন্ডিশনটা একটু কঠিন। তা ছাড়া আমরা দু-তিন মাস খেলার বাইরে ছিলাম। এখানে আগেভাগে এসে ক্যাম্প করে কিছুটা খাপ খাওয়ানোর চেষ্টা করেছি। বলতে পারেন, অনেকটা খাপ খাইয়ে নিয়েছি। এখন দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাই।’ 

ভুটান চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে জয়ে ফিরতে। যদিও বাংলাদেশের বিপক্ষে তারা যতবার নেমেছে, একবার ছাড়া প্রতিবারই হেরে মাঠ ছেড়েছে। সর্বশেষ ম্যাচসহ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৫ বার, যার মধ্যে একবার জেতে ভুটান, দুবার হয় ড্র। বাকি ১২ ম্যাচই জিতেছে বাংলাদেশ। ভুটানের কোচ আতসুশি নাকামুরার জন্যও এটি অগ্নিপরীক্ষা। একে তো বাংলাদেশের সঙ্গে রেকর্ড খারাপ, তার ওপর সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তাঁর দলের। সব মিলিয়ে তাই একটা জয় বড্ড দরকার এই জাপানি কোচের। 

এই ম্যাচ খেলে দলের র‍্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াও বাংলাদেশের লক্ষ্য বলে জানালেন দলের সহকারী কোচ হাসান আল মামুন, ‘আমাদের ভুটানে আসার পেছনে বড় একটা কারণ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া। প্রথম ম্যাচে কিছু ত্রুটি ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আশা করি, দ্বিতীয় ম্যাচটা আরও ভালো হবে।’ 
মামুনের চাওয়াটা দলের সবারই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত