স্পেনের ফাইনালে ওঠা মানে শিরোপা জয়—সে ইতিহাস আবারও সত্য হলো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেই স্প্যানিশদের সোনালি শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিলেন জাভি-ইনিয়েস্তেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটি যে চারবার ফাইনাল খেলেছে তাতেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি উয়েফা নেশনস লিগে টানা দুবার খেলে বর্তমান চ্যাম্পিয়ন তারা।
তবে মেয়েদের ফুটবলে স্বপ্নটা পূরণ হচ্ছিল না লা রোহাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর নায়ক ওলগা কারমানো। ২৯ মিনিটে মারিওয়ানা কালদেন্তির কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের জালে বল পাঠান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জিতল স্পেন।
অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লা রোহারা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বাধা দিতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে ভিএআর পরীক্ষা করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ২ মিনিট পরে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস। পোস্টের নিচে গা নাচিয়ে হারমোসোকে বোকা বানান তিনি।
তবে এরপরও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অবশ্য চেষ্টার কমতি ছিল না তাদের। অতিরিক্ত ১৫ মিনিট পেলেও আর জালের দেখা পায়নি সারিনা ওয়েগম্যানের শিষ্যরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না।
স্পেনের ফাইনালে ওঠা মানে শিরোপা জয়—সে ইতিহাস আবারও সত্য হলো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেই স্প্যানিশদের সোনালি শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিলেন জাভি-ইনিয়েস্তেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটি যে চারবার ফাইনাল খেলেছে তাতেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি উয়েফা নেশনস লিগে টানা দুবার খেলে বর্তমান চ্যাম্পিয়ন তারা।
তবে মেয়েদের ফুটবলে স্বপ্নটা পূরণ হচ্ছিল না লা রোহাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর নায়ক ওলগা কারমানো। ২৯ মিনিটে মারিওয়ানা কালদেন্তির কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের জালে বল পাঠান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জিতল স্পেন।
অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লা রোহারা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বাধা দিতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে ভিএআর পরীক্ষা করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ২ মিনিট পরে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস। পোস্টের নিচে গা নাচিয়ে হারমোসোকে বোকা বানান তিনি।
তবে এরপরও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অবশ্য চেষ্টার কমতি ছিল না তাদের। অতিরিক্ত ১৫ মিনিট পেলেও আর জালের দেখা পায়নি সারিনা ওয়েগম্যানের শিষ্যরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না।
পৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৪০ মিনিট আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগেআবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ পেল ধবলধোলাইয়ের লজ্জা। কিন্তু আফগান সিরিজ শেষ হওয়ার পর খুব বেশি সময় বাকি নেই। মিরপুরে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
৩ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে দুপুর ১২টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না হামজা চৌধুরী, শমিত শোম ও ফাহামিদুল ইসলাম। হংকং থেকেই নিজ নিজ গন্তব্যে চলে যান প্রবাসী এই ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে