ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
অস্বাভাবিক কিছু দেখলে সেই ব্যাপারে চুপ করে থাকার পাত্র নন মাইকেল ভন। আর ঘটনা যখন ঘটেছে ভারত-ইংল্যান্ড ম্যাচে, তখন কি তিনি কথা না বলে থাকতে পারেন? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কেন শুধু একটা দলকেই শাস্তি দিয়েছে, সেই প্রশ্ন এখন ভনের।
১৯ মিনিট আগে২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
৪৩ মিনিট আগেবার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সিটা যে তিনিই পেতে যাচ্ছেন, সেটি জানাই ছিল। পরশু নিশ্চিত হলো তা। মেসির ১০ নম্বর জার্সি গায়ে চড়াবেন লামিনে ইয়ামাল। এদিন স্প্যানিশ এই উইঙ্গারের হাতে ১০ নম্বর জার্সি আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছে কাতালান দলটি।
১ ঘণ্টা আগেকলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১ ঘণ্টা আগে