মাঠের খেলায় সমর্থকদের অনেকবারই মন জয় করে নিয়েছেন ডিয়াগো কস্তা। এবার মাঠের বাইরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্রাজিলের বন্যার্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ব্রাজিল ও স্পেনের সাবেক স্ট্রাইকার।
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকেরা। এতে প্রদেশটির নাগরিকদের আবাসনের ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বন্যার কবলে কমপক্ষে ৮৩ জন মানুষ মারা গেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সঙ্গে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এমন প্রতিকূল অবস্থায় রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কস্তা। অনুশীলন শেষে বাসায় ফেরার পথে বন্যা কবলিত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে সহায়তা করেছেন বর্তমানে গ্রেমিওর হয়ে খেলা এই স্ট্রাইকার। তাঁর এই উদারতায় কমপক্ষে ১০০ জন লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
https://x.com/futebol_info/status/1786480354305433902
আতলেতিকো মাদ্রিদ-চেলসির মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপানো কস্তার এমন মহানুভবতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এমন নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ‘ডেইলি মেইলকে’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ডিয়াগো কস্তা আজ যা করেছেন তা আগে কখনো দেখিনি। সে কয়েক মাস হয়েছে এখানে (গ্রেমিও) আসার। কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে মানুষকে সহায়তা করেছে।’
ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ যোগ দেওয়ায় উরুগুয়ের স্ট্রাইকারের জায়গা পূরণ করতে এ বছর কস্তাকে দলে নিয়েছে গ্রেমিও। ব্রাজিলে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী স্ট্রাইকার দুর্দান্ত ছন্দেও আছেন। গ্রেমিওর হয়ে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ব্রাজিল (২ ম্যাচ) ও স্পেনের (২৪ ম্যাচ) হয়ে খেলা এই ফরোয়ার্ড।
মাঠের খেলায় সমর্থকদের অনেকবারই মন জয় করে নিয়েছেন ডিয়াগো কস্তা। এবার মাঠের বাইরে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ব্রাজিলের বন্যার্ত মানুষের হৃদয় জয় করে নিয়েছেন ব্রাজিল ও স্পেনের সাবেক স্ট্রাইকার।
কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকেরা। এতে প্রদেশটির নাগরিকদের আবাসনের ক্ষতি তো হয়েছেই, সঙ্গে বন্যার কবলে কমপক্ষে ৮৩ জন মানুষ মারা গেছে। ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। সঙ্গে আরও অনেক মানুষ এখনো নিখোঁজ আছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
এমন প্রতিকূল অবস্থায় রিও গ্র্যান্ডো দো সুল প্রদেশের নাগরিকদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কস্তা। অনুশীলন শেষে বাসায় ফেরার পথে বন্যা কবলিত নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে সহায়তা করেছেন বর্তমানে গ্রেমিওর হয়ে খেলা এই স্ট্রাইকার। তাঁর এই উদারতায় কমপক্ষে ১০০ জন লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।
https://x.com/futebol_info/status/1786480354305433902
আতলেতিকো মাদ্রিদ-চেলসির মতো ক্লাবের হয়ে মাঠ কাঁপানো কস্তার এমন মহানুভবতার ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। এমন নিঃস্বার্থ কাজের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। ‘ডেইলি মেইলকে’ এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘ডিয়াগো কস্তা আজ যা করেছেন তা আগে কখনো দেখিনি। সে কয়েক মাস হয়েছে এখানে (গ্রেমিও) আসার। কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে নিজের জিপ এবং জেট স্কি দিয়ে মানুষকে সহায়তা করেছে।’
ইন্টার মায়ামিতে লুইস সুয়ারেজ যোগ দেওয়ায় উরুগুয়ের স্ট্রাইকারের জায়গা পূরণ করতে এ বছর কস্তাকে দলে নিয়েছে গ্রেমিও। ব্রাজিলে জন্ম নেওয়া ৩৫ বছর বয়সী স্ট্রাইকার দুর্দান্ত ছন্দেও আছেন। গ্রেমিওর হয়ে ৮ ম্যাচ খেলে ৬ গোল করেছেন ব্রাজিল (২ ম্যাচ) ও স্পেনের (২৪ ম্যাচ) হয়ে খেলা এই ফরোয়ার্ড।
হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১৫ মিনিট আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। এরপরও জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেআগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজে কাগজে কলমে বাংলাদেশই ফেবারিট। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। এই তালিকার তলানি তথা ১২তম অবস্থানে জিম্বাবুয়ে। তবে মাঠে লড়াই শুরুর আগে বাংলাদেশকে নিয়ে ভয় পেতে চায় না জিম্বাবুয়ে।
২ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও আজ পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তাই জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া ম্যাচে থাইল্যান্ডের মেয়েদের বিপ
২ ঘণ্টা আগে