Ajker Patrika

নিজের টাকাতেই বিমানের টিকিট কাটলেন আর্জেন্টিনার ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
ফাকুন্দো মেদিনা নিজের টাকাতেই কাটলেন বিমানের টিকিট। ছবি: সংগৃহীত
ফাকুন্দো মেদিনা নিজের টাকাতেই কাটলেন বিমানের টিকিট। ছবি: সংগৃহীত

নভেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পাবেন, সেটা হয়তো কল্পনাও করেননি ফাকুন্দো মেদিনা। দলে যখন সুযোগ পেলেন, তখন তো আর ঘরে বসে থাকা যায় না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভরসায় না থেকে বিমানের টিকিট নিজেই কাটলেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বাছাইপর্বের জন্য লিওনেল স্কালোনি শুরুতে নিয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেজকে। তবে মার্তিনেজ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে ফ্রান্সের ক্লাব লাঁস থেকে ডাকা হয় ডিফেন্ডার মেদিনাকে। ডাক পাওয়ার পরপরই সুদূর ফ্রান্স থেকে বিমানের টিকিট কেটে যোগ দিয়েছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজদের সঙ্গে। আর্জেন্টিনা ফুটবল দল এখন অবস্থান করছে প্যারাগুয়ের আসুনসিওনে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্বের আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ।

মেদিনা নিজেই টিকিটের ব্যবস্থা করায় তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। সংবাদ সম্মেলনে গতকাল স্কালোনি বলেন, ‘ফাকুন্দো মেদিনা নিজের টাকায় বিমানের টিকিট কেটেছে। তাতেই বোঝা গেছে আমাদের সঙ্গে যোগ দিতে তিনি কতটা আগ্রহী। নিজে টিকিট কাটার পর কোচের সঙ্গে কথা বলেছে এবং আজ (গতকাল) সকালে পৌঁছেছে।দলের জন্য এটা খুব ভালো বার্তা।’

https://x.com/AlbicelesteTalk/status/1856753768186220626

বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। ২০ নভেম্বর লা বম্বনেরায় বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে আর্জেন্টিনা-পেরু ম্যাচ। ২২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১৯। তিন ও চারে থাকা উরুগুয়ে, ব্রাজিল দুই দলেরই সমান ১৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে উরুগুয়ে। এই চারটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ

আর্জেন্টিনার জার্সিতে মেদিনার অভিষেক ২০২০ সালে। আন্তর্জাতিক ফুটবলে খেলতে পেরেছেন কেবল ৩ ম্যাচ। কোনো গোল, অ্যাসিস্ট কিছুই তাঁর নেই। মেদিনা আর্জেন্টিনার হয়ে সবশেষ খেলেছেন গত বছরের ১৯ জুন। জাকার্তায় সেই প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা। গোল দুটি করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিস্টিয়ান রোমেরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত