বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
৩৮ মিনিট আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
২ ঘণ্টা আগে