বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে