ক্রীড়া ডেস্ক
তাহলে কি আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না হামজা চৌধুরী? সেই শঙ্কাই প্রবল। কারণ প্লে-অফের পথ মারিয়ে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। নাটকীয় ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়ে ৮ বছর পর প্রিমিয়ার লিগের টিকিট কাটল সান্ডারল্যান্ড। এমন হারের পর হতাশায় ভেঙে পড়েন হামজা। একাকী মাঠে বসে থাকেন কিছুক্ষণ। হয়তো নিজেকেই দোষ দিচ্ছেন, কারণ সান্ডারল্যান্ডের জয়সূচক গোলের পেছনে দায় আছে তাঁরও।
ওয়েম্বলি স্টেডিয়ামে হামজা আজ খেলতে নামেন রাইটব্যাক হিসেবে। ম্যাচের ২৫ মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। বিরতির আগ দিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন হ্যারিসন বারোস। কিন্তু সেই গোল রেফারি বাতিল করেন শেফিল্ডের এক খেলোয়াড় অফসাইডে থাকার কারণে।
বিরতির পর শুরু হয় সান্ডারল্যান্ডের ঘুরে দাঁড়ানোর গল্প। ৭৬ মিনিটে রবার্টসের অ্যাসিস্ট থেকে সমতা ফেরান এলিজের মায়েন্দা। ম্যাচ তখন অতিরিক্ত সময়েই যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাজিমাত করেন টম ওয়াটসন। হামজাকে পাশ কাটিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল কাঁপান তিনি। ফলে শেফিল্ড থাকল চ্যাম্পিয়নশিপ লিগেই।
এখন দেখার পালা হামজা শেফিল্ডের থাকেন কি না। কারণ ধারের সময় শেষ হয়েছে। প্রিমিয়ারে উঠলে তাঁকে পাকাপাকি ভাবে কিনে নিতে পারত শেফিল্ড, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ধারের মেয়াদ না বাড়লে হামজাকে আবার ফিরে যেতে হবে লেস্টার সিটিতে। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে লেস্টার।
তাহলে কি আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না হামজা চৌধুরী? সেই শঙ্কাই প্রবল। কারণ প্লে-অফের পথ মারিয়ে প্রিমিয়ার লিগে উঠতে পারেনি হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। নাটকীয় ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়ে ৮ বছর পর প্রিমিয়ার লিগের টিকিট কাটল সান্ডারল্যান্ড। এমন হারের পর হতাশায় ভেঙে পড়েন হামজা। একাকী মাঠে বসে থাকেন কিছুক্ষণ। হয়তো নিজেকেই দোষ দিচ্ছেন, কারণ সান্ডারল্যান্ডের জয়সূচক গোলের পেছনে দায় আছে তাঁরও।
ওয়েম্বলি স্টেডিয়ামে হামজা আজ খেলতে নামেন রাইটব্যাক হিসেবে। ম্যাচের ২৫ মিনিটে টাইরেস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। বিরতির আগ দিয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন হ্যারিসন বারোস। কিন্তু সেই গোল রেফারি বাতিল করেন শেফিল্ডের এক খেলোয়াড় অফসাইডে থাকার কারণে।
বিরতির পর শুরু হয় সান্ডারল্যান্ডের ঘুরে দাঁড়ানোর গল্প। ৭৬ মিনিটে রবার্টসের অ্যাসিস্ট থেকে সমতা ফেরান এলিজের মায়েন্দা। ম্যাচ তখন অতিরিক্ত সময়েই যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাজিমাত করেন টম ওয়াটসন। হামজাকে পাশ কাটিয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল কাঁপান তিনি। ফলে শেফিল্ড থাকল চ্যাম্পিয়নশিপ লিগেই।
এখন দেখার পালা হামজা শেফিল্ডের থাকেন কি না। কারণ ধারের সময় শেষ হয়েছে। প্রিমিয়ারে উঠলে তাঁকে পাকাপাকি ভাবে কিনে নিতে পারত শেফিল্ড, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ধারের মেয়াদ না বাড়লে হামজাকে আবার ফিরে যেতে হবে লেস্টার সিটিতে। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে লেস্টার।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
১ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৫ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৬ ঘণ্টা আগে