ফুটবল রাজা পেলের শেষ ম্যাচ ছিল বিস্ময়ের মতো। সেই ম্যাচে দুই দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। পেলে যে কী কারণে সেরা, শেষ ম্যাচে প্রমাণ দেন আরও একবার। নিজের দীর্ঘদিনের ক্লাব সান্তোস এবং পরবর্তী ক্লাব নিউ ইয়র্ক কসমসের মধ্যে প্রদর্শনী ম্যাচই ছিল পেলের শেষ ম্যাচ।
পেলেকে ভিন্ন আয়োজনে বিদায় দেওয়ার জন্য আমেরিকার নিউ জার্সি প্রদেশের ইস্ট রাদারফোর্ড শহরে এই ম্যাচের আয়োজন করে সান্তোস ও কসমস। ১৯৭৭ সালের সেই ম্যাচে কসমসের হয়ে প্রথমার্ধ এবং সান্তোসের হয়ে দ্বিতীয়ার্ধ খেলেন এই কিংবদন্তি।
সেই ম্যাচে সান্তোসকে ২-১ ব্যবধানে হারায় কসমস। শুরুতে গোল করে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে দারুণ এক গোল করে কসমসকে সমতায় ফেরান পেলে। দ্বিতীয়ার্ধে পেলে সান্তোসের জার্সি পরে মাঠে নামেন।
অন্য দিকে পেলের বদলি হিসেবে কসমসের হয়ে খেলেন র্যামন মিফলিন। পেরুর এই মিডফিল্ডারই ম্যাচের ব্যবধান গড়ে দেন। তাঁর গোলেই কসমস ২-১ গোলে জয় পায়।
১৯৫৬-১৯৭৪ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এই ক্লাবের হয়ে ৬৩৬ ম্যাচে করেছেন ৬১৮ গোল। ১৯৭৫ সালে তখনকার সময়ে রেকর্ড ১৪ লাখ মার্কিন ডলারে কসমস পেলেকে সই করায়। আমেরিকান ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে তাঁর ৬৫ গোল।
ফুটবল রাজা পেলের শেষ ম্যাচ ছিল বিস্ময়ের মতো। সেই ম্যাচে দুই দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। পেলে যে কী কারণে সেরা, শেষ ম্যাচে প্রমাণ দেন আরও একবার। নিজের দীর্ঘদিনের ক্লাব সান্তোস এবং পরবর্তী ক্লাব নিউ ইয়র্ক কসমসের মধ্যে প্রদর্শনী ম্যাচই ছিল পেলের শেষ ম্যাচ।
পেলেকে ভিন্ন আয়োজনে বিদায় দেওয়ার জন্য আমেরিকার নিউ জার্সি প্রদেশের ইস্ট রাদারফোর্ড শহরে এই ম্যাচের আয়োজন করে সান্তোস ও কসমস। ১৯৭৭ সালের সেই ম্যাচে কসমসের হয়ে প্রথমার্ধ এবং সান্তোসের হয়ে দ্বিতীয়ার্ধ খেলেন এই কিংবদন্তি।
সেই ম্যাচে সান্তোসকে ২-১ ব্যবধানে হারায় কসমস। শুরুতে গোল করে এগিয়ে যায় সান্তোস। প্রথমার্ধের শেষ দিকে ৩০ গজ দূর থেকে ফ্রি কিকে দারুণ এক গোল করে কসমসকে সমতায় ফেরান পেলে। দ্বিতীয়ার্ধে পেলে সান্তোসের জার্সি পরে মাঠে নামেন।
অন্য দিকে পেলের বদলি হিসেবে কসমসের হয়ে খেলেন র্যামন মিফলিন। পেরুর এই মিডফিল্ডারই ম্যাচের ব্যবধান গড়ে দেন। তাঁর গোলেই কসমস ২-১ গোলে জয় পায়।
১৯৫৬-১৯৭৪ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এই ক্লাবের হয়ে ৬৩৬ ম্যাচে করেছেন ৬১৮ গোল। ১৯৭৫ সালে তখনকার সময়ে রেকর্ড ১৪ লাখ মার্কিন ডলারে কসমস পেলেকে সই করায়। আমেরিকান ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে তাঁর ৬৫ গোল।
ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে নাটক তো কম হচ্ছে না। দুই দলকে এক গ্রুপে রাখা নিয়ে চলছে সমালোচনা। এমনকি তাদের মাঠে নামার সময় যখন ঘনিয়ে আসছে, সেই মুহূর্তে তাদের ম্যাচ বাতিলের আবেদনও করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে।
২৬ মিনিট আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে হতে যাচ্ছে নতুন ইতিহাস। মেয়েদের বৈশ্বিক এই ইভেন্টে ম্যাচ কর্মকর্তাদের সবাই নারী। এই ইতিহাসের অংশ হলেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ সেটা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াতে আর বেশি সময় বাকি নেই। সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। ভক্ত-সমর্থকেরা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ দেখতে অধীর আগ্রহে অপেক্ষায়, তখনই বেধেছে এক ঝামেলা।
৩ ঘণ্টা আগেনেপালে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দুই দিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও দেশে ফিরেছেন।
৩ ঘণ্টা আগে